যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে মৃত্যু ছাড়ালো ৮০, জরুরি অবস্থা ঘোষণা

  • Update Time : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • / 159

আন্তর্জাতিক ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় রাতারাতি আঘাত হেনেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘূর্ণিঝড়ে অন্তত ৮০ জনের প্রাণ গেছে। তার মধ্যে কেনটাকি অঙ্গরাজ্যেই ৭০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে এই ঘূর্ণিঝড় আঘাত হানে বলে কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যানডি বেশেয়ার জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেনটাকির জন্য জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছেন এবং ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জো বাইডেন আরো বলেছেন, এটা একটা ট্র্যাজেডি। আমরা এখনও জানি না যে, ঠিক কতজন প্রাণ হারিয়েছে এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ কত।

কেনটাকির গভর্নরের শঙ্কা, তার রাজ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ে এর আগে ওই অঙ্গরাজ্যে এত মানুষ মারা যায়নি বলেও জানান গভর্নর অ্যান্ডি বেশেয়ার।

কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বেশেয়ার। তিনি বলেছেন, এই ঘূর্ণিঝড় অঙ্গরাজ্যে এ যাবৎকালের সবচেয়ে বেশি প্রাণঘাতী। মেফিল্ড শহরের চারিদিকে ৩৬৫ কিলোমিটার এলাকা জুড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এক কথায় এটা অবর্নণীয়, এ রকম খারাপ পরিস্থিতি আমি জীবনে কখনো দেখিনি। শিল্প প্রতিষ্ঠান ভবন, ছাদ ও গাছের কিছু অংশ ভাগ্যক্রমে দাঁড়িয়ে আছে, বেশির ভাগই গুড়িয়ে গেছে।

তিনি আরো জানান, ধাতব খুঁটিগুলো পুরোপুরি ভেঙে না গেলেও অর্ধেক বেঁকে গেছে এবং সেখানে ভবন ছিল বলে মনে হচ্ছে না। যে ট্রাকগুলো পার্ক করে রাখা হয়েছে, সেগুলো বাতাসের গতিতে দূরে গিয়ে আছড়ে পড়েছে। একইভাবে অনেকের বাড়িঘরও লণ্ডভণ্ড হয়েছে।

সূত্র: বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media


যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে মৃত্যু ছাড়ালো ৮০, জরুরি অবস্থা ঘোষণা

Update Time : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় রাতারাতি আঘাত হেনেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘূর্ণিঝড়ে অন্তত ৮০ জনের প্রাণ গেছে। তার মধ্যে কেনটাকি অঙ্গরাজ্যেই ৭০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে এই ঘূর্ণিঝড় আঘাত হানে বলে কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যানডি বেশেয়ার জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেনটাকির জন্য জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছেন এবং ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জো বাইডেন আরো বলেছেন, এটা একটা ট্র্যাজেডি। আমরা এখনও জানি না যে, ঠিক কতজন প্রাণ হারিয়েছে এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ কত।

কেনটাকির গভর্নরের শঙ্কা, তার রাজ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ে এর আগে ওই অঙ্গরাজ্যে এত মানুষ মারা যায়নি বলেও জানান গভর্নর অ্যান্ডি বেশেয়ার।

কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বেশেয়ার। তিনি বলেছেন, এই ঘূর্ণিঝড় অঙ্গরাজ্যে এ যাবৎকালের সবচেয়ে বেশি প্রাণঘাতী। মেফিল্ড শহরের চারিদিকে ৩৬৫ কিলোমিটার এলাকা জুড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। এক কথায় এটা অবর্নণীয়, এ রকম খারাপ পরিস্থিতি আমি জীবনে কখনো দেখিনি। শিল্প প্রতিষ্ঠান ভবন, ছাদ ও গাছের কিছু অংশ ভাগ্যক্রমে দাঁড়িয়ে আছে, বেশির ভাগই গুড়িয়ে গেছে।

তিনি আরো জানান, ধাতব খুঁটিগুলো পুরোপুরি ভেঙে না গেলেও অর্ধেক বেঁকে গেছে এবং সেখানে ভবন ছিল বলে মনে হচ্ছে না। যে ট্রাকগুলো পার্ক করে রাখা হয়েছে, সেগুলো বাতাসের গতিতে দূরে গিয়ে আছড়ে পড়েছে। একইভাবে অনেকের বাড়িঘরও লণ্ডভণ্ড হয়েছে।

সূত্র: বিবিসি