ওমিক্রন : শান্ত থেকে যৌক্তিক ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • Update Time : ১১:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • / 146

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) মঙ্গলবার দেশগুলোর প্রতি ওমিক্রন করোনাভাইরাসের বিষয়ে ‘শান্ত’ থেকে ‘যৌক্তিক’ ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে।

এদিকে ইউরোপের অন্যতম নেতৃস্থানীয় দেশ জার্মানির হবু চ্যান্সেলর বাধ্যতামূলক টিকাদানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

এক সপ্তাহেরও কম সময় আগে দক্ষিণ আফ্রিকায় ডাব্লিউএইচও কর্তৃপক্ষের কাছে সে দেশে করোনার নতুন অতি সংক্রামক ওমিক্রন ধরন পাওয়ার কথা জানানো হয়।

এরই মধ্যে তা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। উদ্বিগ্ন বিভিন্ন দেশ এ জন্য দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সীমান্ত বন্ধ না করার জন্য ডাব্লিউএইচওর আহবান সত্ত্বেও তা করা হচ্ছে।

ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘সবাইকে যৌক্তিক ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।

সূত্র : এএফপি

Tag :

Please Share This Post in Your Social Media


ওমিক্রন : শান্ত থেকে যৌক্তিক ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Update Time : ১১:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) মঙ্গলবার দেশগুলোর প্রতি ওমিক্রন করোনাভাইরাসের বিষয়ে ‘শান্ত’ থেকে ‘যৌক্তিক’ ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে।

এদিকে ইউরোপের অন্যতম নেতৃস্থানীয় দেশ জার্মানির হবু চ্যান্সেলর বাধ্যতামূলক টিকাদানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

এক সপ্তাহেরও কম সময় আগে দক্ষিণ আফ্রিকায় ডাব্লিউএইচও কর্তৃপক্ষের কাছে সে দেশে করোনার নতুন অতি সংক্রামক ওমিক্রন ধরন পাওয়ার কথা জানানো হয়।

এরই মধ্যে তা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। উদ্বিগ্ন বিভিন্ন দেশ এ জন্য দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সীমান্ত বন্ধ না করার জন্য ডাব্লিউএইচওর আহবান সত্ত্বেও তা করা হচ্ছে।

ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘সবাইকে যৌক্তিক ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।

সূত্র : এএফপি