ভার‍তের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

  • Update Time : ১২:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • / 130

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় শ্মশানযাত্রীদের একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার দিবাগত রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের দলটি শনিবার গভীর রাতে নবদ্বীপে যাচ্ছিলো। পথে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী লরিটি। শববাহী লরিতে প্রায় ৩৫-৪০ জন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। পরে নিহত ও আহতদের নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণনগরের কাছে শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এখনো বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের কলকাতা বা কন্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

পুলিশ ও আহত যাত্রীরা জানিয়েছেন, রাস্তা খারাপ ছিল পাশাপাশি কুয়াশাও ছিল। তাদের ট্রাকের গতি বেশি থাকায় সেটি সরাসরি পাথরবোঝাই লরিতে ধাক্কা দেয়।

হাঁসখালি থানার পুলিশ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media


ভার‍তের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

Update Time : ১২:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় শ্মশানযাত্রীদের একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার দিবাগত রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের দলটি শনিবার গভীর রাতে নবদ্বীপে যাচ্ছিলো। পথে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী লরিটি। শববাহী লরিতে প্রায় ৩৫-৪০ জন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। পরে নিহত ও আহতদের নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণনগরের কাছে শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এখনো বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের কলকাতা বা কন্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

পুলিশ ও আহত যাত্রীরা জানিয়েছেন, রাস্তা খারাপ ছিল পাশাপাশি কুয়াশাও ছিল। তাদের ট্রাকের গতি বেশি থাকায় সেটি সরাসরি পাথরবোঝাই লরিতে ধাক্কা দেয়।

হাঁসখালি থানার পুলিশ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।