হাসপাতালে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে

  • Update Time : ০৮:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / 154

স্পোর্টস ডেস্কঃ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ (সোমবার) বোলিং করার সময় ডান হাতে চোট পান জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। এখন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য বলেন, ‘তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বোলিং হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতটুকু।’

রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ষষ্ঠ এবং নিজের দ্বিতীয় ওভার বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফিরতি বল আটকানোর চেষ্টা করেন তাসকিন। তবে সেটি লেগে যায় তাসকিনের ডান হাতের ওপরের অংশে।

তাসকিন ব্যাথা পেলে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছেড়ে যান। শুশ্রুষা শেষে পরে আবার মাঠে ফিরেন তিনি, বলও করেন। যদিও ১১তম ওভারে বোলিং করে আবারও মাঠ ছেড়েছিলেন। এরপর ইনিংসের শেষদিকে এসে বোলিং করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


হাসপাতালে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে

Update Time : ০৮:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

স্পোর্টস ডেস্কঃ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ (সোমবার) বোলিং করার সময় ডান হাতে চোট পান জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। এখন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য বলেন, ‘তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বোলিং হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতটুকু।’

রান তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ষষ্ঠ এবং নিজের দ্বিতীয় ওভার বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফিরতি বল আটকানোর চেষ্টা করেন তাসকিন। তবে সেটি লেগে যায় তাসকিনের ডান হাতের ওপরের অংশে।

তাসকিন ব্যাথা পেলে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছেড়ে যান। শুশ্রুষা শেষে পরে আবার মাঠে ফিরেন তিনি, বলও করেন। যদিও ১১তম ওভারে বোলিং করে আবারও মাঠ ছেড়েছিলেন। এরপর ইনিংসের শেষদিকে এসে বোলিং করেন।