শিশুদের জন্য সরকারের প্রতি আহ্বান শাকিব খানের

  • Update Time : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / 144

বিনোদন ডেস্কঃ

ঢালিউড সুপারস্টার শাকিব খান জাতীয় ও সামাজিক কাজেও নিজেকে সক্রিয় রাখেন। জাতিসংঘের শিশুবিষয়ক বিশেষ সংস্থা ইউনিসেফের হয়ে কাজ করেন তিনি। এই ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিল ইউনিসেফ।

আগামী ২০ নভেম্বর ইউনিসেফ অনুসারে বিশ্ব শিশু দিবস উদযাপিত হবে। বিশেষ এই দিনটির তাৎপর্য অনুধাবন এবং শিশুদের কল্যাণে কাজ করতে উৎসাহ প্রদানে ক্যাম্পেইন চালু করেছে সংস্থাটি। তারই অংশ হিসেবে নিজের অভিমত ব্যক্ত করেছেন শাকিব খান।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে কিং খান লিখেছেন, ‘শিক্ষা, পুষ্টি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবাসহ একটি নিরাপদ শৈশব পেয়ে আমি কৃতজ্ঞ। কিন্তু সারাদেশে এখনও অনেক শিশু এ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভবিষ্যতের বড় সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আজকের শিশুদের আরও বেশি স্বাস্থ্যকর, দক্ষ এবং সক্ষম হতে হবে।’

শিশুদের অধিকার ও নিরাপত্তায় আরও গুরুত্ব দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শাকিব। তিনি লিখেছেন, ‘আমাদের সরকারকে এখনই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর নিরাপত্তার মতো সরকারি খাতে শিশুদের জন্য বিনিয়োগ আরও বেশি বাড়াতে হবে।’

ইউনিসেফের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত এই নায়ক। তিনি বলেন, ‘এই বিশ্ব শিশু দিবসে সকল শিশুর উজ্জ্বল এবং সফল ভবিষ্যৎ কামনা করে ইউনিসেফ বাংলাদেশেরর সাথে যোগ দিতে পেরে আমি আনন্দিত।’

এদিকে শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছেন তিনি। ঘোষণা করেছেন তার নতুন সিনেমার কথাও। যেটার শুটিং হবে হলিউডে। নির্মাণে থাকছেন হিমেল আশরাফ।

Tag :

Please Share This Post in Your Social Media


শিশুদের জন্য সরকারের প্রতি আহ্বান শাকিব খানের

Update Time : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

বিনোদন ডেস্কঃ

ঢালিউড সুপারস্টার শাকিব খান জাতীয় ও সামাজিক কাজেও নিজেকে সক্রিয় রাখেন। জাতিসংঘের শিশুবিষয়ক বিশেষ সংস্থা ইউনিসেফের হয়ে কাজ করেন তিনি। এই ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিল ইউনিসেফ।

আগামী ২০ নভেম্বর ইউনিসেফ অনুসারে বিশ্ব শিশু দিবস উদযাপিত হবে। বিশেষ এই দিনটির তাৎপর্য অনুধাবন এবং শিশুদের কল্যাণে কাজ করতে উৎসাহ প্রদানে ক্যাম্পেইন চালু করেছে সংস্থাটি। তারই অংশ হিসেবে নিজের অভিমত ব্যক্ত করেছেন শাকিব খান।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে কিং খান লিখেছেন, ‘শিক্ষা, পুষ্টি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবাসহ একটি নিরাপদ শৈশব পেয়ে আমি কৃতজ্ঞ। কিন্তু সারাদেশে এখনও অনেক শিশু এ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভবিষ্যতের বড় সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আজকের শিশুদের আরও বেশি স্বাস্থ্যকর, দক্ষ এবং সক্ষম হতে হবে।’

শিশুদের অধিকার ও নিরাপত্তায় আরও গুরুত্ব দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শাকিব। তিনি লিখেছেন, ‘আমাদের সরকারকে এখনই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর নিরাপত্তার মতো সরকারি খাতে শিশুদের জন্য বিনিয়োগ আরও বেশি বাড়াতে হবে।’

ইউনিসেফের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত এই নায়ক। তিনি বলেন, ‘এই বিশ্ব শিশু দিবসে সকল শিশুর উজ্জ্বল এবং সফল ভবিষ্যৎ কামনা করে ইউনিসেফ বাংলাদেশেরর সাথে যোগ দিতে পেরে আমি আনন্দিত।’

এদিকে শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছেন তিনি। ঘোষণা করেছেন তার নতুন সিনেমার কথাও। যেটার শুটিং হবে হলিউডে। নির্মাণে থাকছেন হিমেল আশরাফ।