৯ মাসে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিক্রি ২.২ বিলিয়ন ডলার

  • Update Time : ০৭:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / 135

আন্তর্জাতিক ডেস্কঃ 

চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবে অ্যাস্ট্রাজেনেকা ২ দশমিক ২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের করোনা প্রতিরোধী ভ্যাকসিন বিক্রি করেছে। ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি একে পরিমিত লাভ বলছে। বৃটেনের সর্ববৃহত ওষুধ তৈরি প্রতিষ্ঠানটি মহামারীতে অলাভজনক ভিত্তিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান জানিয়েছে, প্রতিষ্ঠানটি আশা করছে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এখন পর্যায়ক্রমে পরিমিত লাভজনকে রুপান্তর হবে। চতুর্থ প্রান্তিকে কভিড-১৯ এর টিকা বিক্রিতে মূল মহামারী চুক্তি ও নতুন চাহিদার সাথে মিশিয়ে ফেলার প্রত্যাশা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে অ্যাংলো-সুইডিস ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি নিশ্চিত করে যে, ভবিষ্যতে করোনা ভাইরাস মোকাবেলায় আলাদা ভ্যাক্সিন ইউনিট তৈরি করা হবে।

প্রত্যেক প্রান্তিকেই অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাস প্রতিরোধী টিকার বিক্রি বেড়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ তিন মাসে ১ বিলিয়ন ডলারে পৌঁছায়। আগের তিন মাসে বিক্রির পরিমাণ ছিল ৮৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বছরের শুরুর প্রান্তিকে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

সহযোগী প্রতিষ্ঠান অ্যালেক্সিয়নসহ অ্যাস্ট্রাজেনেকার আগের বছরে সর্বমোট আয় ছিল ৩৯ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম নয় মাসে আয় ৩২ শতাংশ বেড়েছে। এছাড়া তৃতীয় প্রান্তিকে এই বৃদ্ধির হার বাড়ে ৫০ শতাংশ।

Tag :

Please Share This Post in Your Social Media


৯ মাসে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিক্রি ২.২ বিলিয়ন ডলার

Update Time : ০৭:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ 

চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবে অ্যাস্ট্রাজেনেকা ২ দশমিক ২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের করোনা প্রতিরোধী ভ্যাকসিন বিক্রি করেছে। ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি একে পরিমিত লাভ বলছে। বৃটেনের সর্ববৃহত ওষুধ তৈরি প্রতিষ্ঠানটি মহামারীতে অলাভজনক ভিত্তিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান জানিয়েছে, প্রতিষ্ঠানটি আশা করছে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এখন পর্যায়ক্রমে পরিমিত লাভজনকে রুপান্তর হবে। চতুর্থ প্রান্তিকে কভিড-১৯ এর টিকা বিক্রিতে মূল মহামারী চুক্তি ও নতুন চাহিদার সাথে মিশিয়ে ফেলার প্রত্যাশা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে অ্যাংলো-সুইডিস ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি নিশ্চিত করে যে, ভবিষ্যতে করোনা ভাইরাস মোকাবেলায় আলাদা ভ্যাক্সিন ইউনিট তৈরি করা হবে।

প্রত্যেক প্রান্তিকেই অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাস প্রতিরোধী টিকার বিক্রি বেড়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ তিন মাসে ১ বিলিয়ন ডলারে পৌঁছায়। আগের তিন মাসে বিক্রির পরিমাণ ছিল ৮৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বছরের শুরুর প্রান্তিকে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

সহযোগী প্রতিষ্ঠান অ্যালেক্সিয়নসহ অ্যাস্ট্রাজেনেকার আগের বছরে সর্বমোট আয় ছিল ৩৯ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম নয় মাসে আয় ৩২ শতাংশ বেড়েছে। এছাড়া তৃতীয় প্রান্তিকে এই বৃদ্ধির হার বাড়ে ৫০ শতাংশ।