ফাইনালে যাওয়ার লড়াইয়ে অজিদের ১৭৭ রানের লক্ষ্য দিলো পাকিস্তান
- Update Time : ১০:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / 162
স্পোর্টস ডেস্কঃ
শুরুটা কিছুটা ধীরগতির। নো বল, ফ্রি হিট আর ক্যাচ মিসে যত সময় গড়িয়েছে, বেড়েছে পাকিস্তানের রান তোলার গতি। খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন ফখর জামান-মোহাম্মদ রিজওয়ানরা। শেষদিকে দারুণ বোলিং করে আবার ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। তাতে রানটা যেমন বাড়ার ভাবনা ছিল, বাড়ল না ততটা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে পুরো টুর্নামেন্টের মতো এদিনও দারুণ শুরু এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করেন এই দুজন। ৫ চারে ৩৪ বলে ৩৯ রান করে এডাম জাম্পার বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে বাবর ফিরলে এই জুটি ভাঙে।
এরপর আরেক ওপেনার রিজওয়ান জুটি গড়েন ফখর জামানের সঙ্গে। দুজনের জুটিতে আসে ৭২ রান। ৩ চার ও ৪ ছক্কায় ৫২ বলে ৬৭ রান করেন তিনি। তবে পাকিস্তানের রানটাকে বড় করার মূল কৃতিত্বটা ফখর জামানের।
৩ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৫৫ রান আসে রিজওয়ানের ব্যাটে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে পাকিস্তানের ইনিংস।