‘তারামন’ সিনেমা নিয়ে লিগ্যাল নোটিশ
- Update Time : ০৪:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / 165
নিজস্ব প্রতিবেদকঃ
মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে আরশীনগর মিডিয়া। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘তারামন’। গেল ৩ নভেম্বর সংবাদ সম্মেলনে এ সিনেমার ঘোষণা দেওয়া হয়।
‘তারামন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। নাম না জানা ও অজানা বীর নারীদের অবদান নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন আমিনুর ইসলাম লিটন। চিত্রনাট্য করেছেন ষড়ৈশ্বর্য মুহম্মদ। ‘তারামন’ সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে থাকবেন নাসির উদ্দিন ইউসুফ।
নতুন এ সিনেমার ঘোষণা আসার পর ‘তারামন’ সিনেমা নিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ হোসাইন তালুকদার। শাহরাজ হোসেন আমীরের পক্ষে সর্ব সাধারণের অবগতির জন্য এ নোটিশ দিয়েছেন তিনি।
৮ নভেম্বর জারি করা নোটিশে বলা হয়, বীর প্রতীক তারামন বিবি তার আত্মজীবনী প্রকাশ ও প্রচারের লক্ষ্যে একটি চুক্তি সম্পন্ন করেন। ২০১৩ সালে ২৫ জুলাই শাহরাজ হোসেন আমীরের সঙ্গে এ চুক্তিটি করা হয়। চুক্তি অনুযায়ী চলচ্চিত্রের নাম ‘একাত্তরের তারামন’। এতে অভিনয় করবেন নতুন মুখ অপর্না কির্তনিয়া। যার স্বত্বাধিকারী শাহরাজ হোসেন আমীর। পরবর্তীতে তারামন বিবিকে নিয়ে অন্য কেউ সিনেমা নির্মাণ করলে তা আইন পরিপন্থী হবে। তাই তারামন বিবিকে নিয়ে চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম নির্মাণ করা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
এদিকে তারামন বিবির সঙ্গে চুক্তিকারী শাহরাজ হোসেন আমীর বলেন, তারামন বিবির ছেলে তাহের এবং মুক্তিযুদ্ধের কমান্ডার আবদুল হাইসহ অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি এ ডিসেম্বরে সিনেমাটির কাজ শুরু করব। তারামন বিবি বেঁচে থাকা অবস্থায় আমি তার স্পটগুলোতে একাধিকবার ভিজিট করেছি। খুব বাস্তবভিত্তিক করে সিনেমাটি বানানোর চেষ্টা করছি। নতুন সিনেমার যে ঘোষণা উনারা দিয়েছেন তারামন বিবি বা তার পরিবারের কাছ থেকে তারা কোনো অনুমতিই নেননি।
গল্পের প্লট ভিন্ন হলেও কী কোনো জটিলতা হবে? জানতে চাইলে আইনজীবী আরিফ হোসাইন তালুকদার বলেন, চুক্তি অনুযায়ী কোনো জটিলতা নেই। কিন্তু শাহরাজ হোসেন আমীর চুক্তির সঙ্গে এফিডেভিটও করেছেন। যেটার সাক্ষী ছিলেন তারামন বিবির ছেলে। উনি যদি আপত্তি দেন তাহলে শাহরাজ হোসেন আমীর ছাড়া অন্য কেউ সিনেমা বানাতে পারবেন না।