যারা বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মির্জা আজম

  • Update Time : ১১:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • / 206

এমরান হোসেন, জামালপুর:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, কেউ দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলে বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাকে তাৎক্ষণিক ভাবে সারাজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। ভবিষ্যতে তাকে দলের কোন পদ-পদবি ও মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, যারা বিদ্রোহী প্রার্থীদের কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেছেন বা করছেন তাদের সবার বিরুদ্ধেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে জামালপুর শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি , জিএসএম মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা , সদস্য বিজন কুমার চন্দ , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু , জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


যারা বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মির্জা আজম

Update Time : ১১:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

এমরান হোসেন, জামালপুর:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, কেউ দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলে বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাকে তাৎক্ষণিক ভাবে সারাজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। ভবিষ্যতে তাকে দলের কোন পদ-পদবি ও মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, যারা বিদ্রোহী প্রার্থীদের কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেছেন বা করছেন তাদের সবার বিরুদ্ধেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে জামালপুর শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি , জিএসএম মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা , সদস্য বিজন কুমার চন্দ , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু , জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।