আধুনিকায়ন হবে একশো ত্রিশ বছরের প্রাচীন রেলস্টেশন: রেলমন্ত্রী
- Update Time : ১২:০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / 221
তাশরিফ আহমাদ, গফরগাঁও (ময়মনসিংহ):
একশো ত্রিশ বছরের পুরনো ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনটি হবে আধুনিক। জামাত বিএনপি সরকারের আমলে রেলের কোন উন্নয়ন কাজ হয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিভাবেআধুনিক,যুগোপযোগী এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারসাম্যপূর্ণ রেলপথ নির্মাণের পরিল্পনা নিয়ে গঠন করেন রেল মন্ত্রণালয়।
রেল মন্ত্রণালয় থেকে আমরা উন্নয়নের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। মুজিব শতবর্ষে ৫৫ টি রেল স্টেশন উন্নয়ন কাজ হাতে নিয়েছি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকারে গফরগাঁও রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।
এরমধ্যে গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, মেলান্দ, সরিষাবাড়ী’ রেল স্টেশনগুলো উল্লেখ করেন মন্ত্রী ।
তিনি আরও বলেন, একশত কিলোমিটার দ্রুতগামী ট্রেন চলাচল করতে পারে সেজন্য রেলপথে যুক্ত হবে ডুয়েল গেজ।উভয় পাশে বড় প্লাটফর্ম তৈরি করা হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত,সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছেন। সে পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ করছে রেলপথ মন্ত্রণালয়।
এছাড়াও তিনি উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এম.পি, স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা।
সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি,এন মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।