পরিণতি জেনেই হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদ মাশাল বলেছেন, ইসরায়েলে হামলার পরিণতি কী হতে পারে তা জেনেবুঝেই হামাস ৭ অক্টোবর হামলা চালিয়েছিল। মুক্তির জন্য ফিলিস্তিনিদের জীবন উৎসর্গ করতে হবে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাশাল হামাসের বুদ্ধিদিপ্ত আক্রমণের প্রশংসা করেছেন এবং এটিকে ইসরায়েলি দখলদারিত্বের ‘বৈধ প্রতিরোধ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি হামলার কারণে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেই দায় হামাসের উল্লেখ করা হলে মাশাল বলেন, ‘৭ অক্টোবর আমাদের অভিযানের পরিণতি কী হতে পারে তা আমরা ভালোভাবেই জানতাম।’
তিনি জানান, মুক্তির জন্য ত্যাগ স্বীকার করতে হয়। উদাহরণ হিসাবে মাশাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সময় ভিয়েতনাম, সোভিয়েত ও আমেরিকান দখলদারিত্বের বিরুদ্ধে আফগান প্রতিরোধ এবং স্বাধীনতার জন্য আলজেরিয়ার যুদ্ধের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণ অন্য যেকোনও জাতির মতোই; ত্যাগ ছাড়া কোনও জাতি স্বাধীন হয় না। আমরা প্রতিরোধ করি বা না করি ইসরায়েল আমাদের হত্যা করবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

পরিণতি জেনেই হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে

Update Time : ০৬:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদ মাশাল বলেছেন, ইসরায়েলে হামলার পরিণতি কী হতে পারে তা জেনেবুঝেই হামাস ৭ অক্টোবর হামলা চালিয়েছিল। মুক্তির জন্য ফিলিস্তিনিদের জীবন উৎসর্গ করতে হবে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাশাল হামাসের বুদ্ধিদিপ্ত আক্রমণের প্রশংসা করেছেন এবং এটিকে ইসরায়েলি দখলদারিত্বের ‘বৈধ প্রতিরোধ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি হামলার কারণে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেই দায় হামাসের উল্লেখ করা হলে মাশাল বলেন, ‘৭ অক্টোবর আমাদের অভিযানের পরিণতি কী হতে পারে তা আমরা ভালোভাবেই জানতাম।’
তিনি জানান, মুক্তির জন্য ত্যাগ স্বীকার করতে হয়। উদাহরণ হিসাবে মাশাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সময় ভিয়েতনাম, সোভিয়েত ও আমেরিকান দখলদারিত্বের বিরুদ্ধে আফগান প্রতিরোধ এবং স্বাধীনতার জন্য আলজেরিয়ার যুদ্ধের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণ অন্য যেকোনও জাতির মতোই; ত্যাগ ছাড়া কোনও জাতি স্বাধীন হয় না। আমরা প্রতিরোধ করি বা না করি ইসরায়েল আমাদের হত্যা করবে।’