৮৩ লাখ ইউক্রেনীয় শরণার্থী হতে যাচ্ছে: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • / ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহতের দাবি
যুদ্ধের ফলে চলতি বছর ৮৩ লাখের মতো মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে শরণার্থী হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। মঙ্গলবার এ সংক্রান্ত আগের ধারণা বদলে শরণার্থীর সংখ্যা নিয়ে নতুন এ ধারণা দেন সংস্থাটির মুখপাত্র শাবিয়া মান্টো।

জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে শাবিয়া মান্টো বলেন, গত দুই মাসে ইউক্রেনের এক কোটি ২৭ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ৭৭ লাখ। আর ৫০ লাখের বেশি মানুষ সীমান্ত অতিক্রম করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ইউএনএইচসিআর তাৎক্ষণিকভাবে ৪০ লাখের মতো শরণার্থীর জন্য পরিকল্পনা হাতে নিয়েছিল। তবে শরণার্থীর এ অনুমিত সংখ্যা গত মাসেই ছাপিয়ে যায়।

সংবাদ সম্মেলনে মান্টো বলেন, “সংকটের যে মাত্রা, মানুষ যে দ্রুততার সঙ্গে পালাচ্ছে, সাম্প্রতিক সময়ে এমনটা আমরা দেখিনি।”

অবশ্য সিরিয়ার শরণার্থী সংকট বিশ্বে এখনও সবচেয়ে বৃহৎ সমস্যা। মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে পালানো মানুষের সংখ্যা ৬৮ লাখ বলেই উল্লেখ করেছেন ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টো। সূত্র- বিবিসি ও রয়টার্স।

Tag :

Please Share This Post in Your Social Media

৮৩ লাখ ইউক্রেনীয় শরণার্থী হতে যাচ্ছে: জাতিসংঘ

Update Time : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহতের দাবি
যুদ্ধের ফলে চলতি বছর ৮৩ লাখের মতো মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে শরণার্থী হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। মঙ্গলবার এ সংক্রান্ত আগের ধারণা বদলে শরণার্থীর সংখ্যা নিয়ে নতুন এ ধারণা দেন সংস্থাটির মুখপাত্র শাবিয়া মান্টো।

জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে শাবিয়া মান্টো বলেন, গত দুই মাসে ইউক্রেনের এক কোটি ২৭ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ৭৭ লাখ। আর ৫০ লাখের বেশি মানুষ সীমান্ত অতিক্রম করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ইউএনএইচসিআর তাৎক্ষণিকভাবে ৪০ লাখের মতো শরণার্থীর জন্য পরিকল্পনা হাতে নিয়েছিল। তবে শরণার্থীর এ অনুমিত সংখ্যা গত মাসেই ছাপিয়ে যায়।

সংবাদ সম্মেলনে মান্টো বলেন, “সংকটের যে মাত্রা, মানুষ যে দ্রুততার সঙ্গে পালাচ্ছে, সাম্প্রতিক সময়ে এমনটা আমরা দেখিনি।”

অবশ্য সিরিয়ার শরণার্থী সংকট বিশ্বে এখনও সবচেয়ে বৃহৎ সমস্যা। মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে পালানো মানুষের সংখ্যা ৬৮ লাখ বলেই উল্লেখ করেছেন ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টো। সূত্র- বিবিসি ও রয়টার্স।