৫ টি ওমরাহ ভিসা উপহার পাবেন ঢাবির আরবি’র শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ৩৪৯ Time View

জাননাহ, ঢাবি প্রতিনিধি

পাঁচটি ওমরাহ ভিসা উপহার দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থীদের। ঢাকার সৌদি দূতাবাসের সহযোগিতায় আরবি বিভাগের শিক্ষার্থীদের এ উপহার দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীনবরণ উপলক্ষে গত ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে এসেছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল দুহাইলান। অনুষ্ঠান চলাকালে তিনি শিক্ষার্থীদের পাঁচটি ওমরাহ ভিসা উপহার দেওয়ার ঘোষণা দেন। পরে বিভাগ থেকে যোগাযোগ করা হলে হোটেল খরচও দেওয়া হবে বলে জানান তিনি।

আরবি বিভাগের বিভাগীয় প্রধান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, প্রথমবারের মতো সৌদি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন। এসেই তিনি এ ঘোষণা দেন।

রাষ্ট্রদূত সাহেব মেধাবী শিক্ষার্থীদের ভিসা দেওয়ার কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন,ফলাফলের দিক থেকে যাঁরা এগিয়ে, আমরা তাঁদেরকে এ ভিসা দেওয়া হবে।

তবে ওমরাহ পালনের জন্য বিমানের ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে ।

Tag :

Please Share This Post in Your Social Media

৫ টি ওমরাহ ভিসা উপহার পাবেন ঢাবির আরবি’র শিক্ষার্থীরা

Update Time : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

পাঁচটি ওমরাহ ভিসা উপহার দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থীদের। ঢাকার সৌদি দূতাবাসের সহযোগিতায় আরবি বিভাগের শিক্ষার্থীদের এ উপহার দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীনবরণ উপলক্ষে গত ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে এসেছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল দুহাইলান। অনুষ্ঠান চলাকালে তিনি শিক্ষার্থীদের পাঁচটি ওমরাহ ভিসা উপহার দেওয়ার ঘোষণা দেন। পরে বিভাগ থেকে যোগাযোগ করা হলে হোটেল খরচও দেওয়া হবে বলে জানান তিনি।

আরবি বিভাগের বিভাগীয় প্রধান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, প্রথমবারের মতো সৌদি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন। এসেই তিনি এ ঘোষণা দেন।

রাষ্ট্রদূত সাহেব মেধাবী শিক্ষার্থীদের ভিসা দেওয়ার কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন,ফলাফলের দিক থেকে যাঁরা এগিয়ে, আমরা তাঁদেরকে এ ভিসা দেওয়া হবে।

তবে ওমরাহ পালনের জন্য বিমানের ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে ।