৪২২ শতাংশ মুনাফা বেড়েছে আইএফআইসি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • / ১৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন)পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক মুনাফায় বড় চমক দেখিয়েছে। আগের বছরে বছরের তুলনায় এ বছরের প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৪২২ শতাংশের ওপরে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৯ পয়সা। এ হিসেবে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৮ পয়সা বা ৪২২ দশমিক ২২ শতাংশ।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় বড় উত্থান হওয়ায় ছয় মাসের (জানুয়ারি-জুন) হিসেবেও কোম্পানিটির মুনাফায় বড় উন্নতি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫১ পয়সা।

মুনাফা উন্নতি হওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২১ পয়সা, যা ২০২০ সালের ডিসেম্বর শেষে ছিল ১৬ টাকা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৬৪ পয়সা। আগের হিসেব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৩ টাকা ৯৯ পয়সা।

Please Share This Post in Your Social Media

৪২২ শতাংশ মুনাফা বেড়েছে আইএফআইসি ব্যাংকের

Update Time : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন)পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক মুনাফায় বড় চমক দেখিয়েছে। আগের বছরে বছরের তুলনায় এ বছরের প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৪২২ শতাংশের ওপরে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৯ পয়সা। এ হিসেবে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৮ পয়সা বা ৪২২ দশমিক ২২ শতাংশ।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় বড় উত্থান হওয়ায় ছয় মাসের (জানুয়ারি-জুন) হিসেবেও কোম্পানিটির মুনাফায় বড় উন্নতি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫১ পয়সা।

মুনাফা উন্নতি হওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২১ পয়সা, যা ২০২০ সালের ডিসেম্বর শেষে ছিল ১৬ টাকা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৬৪ পয়সা। আগের হিসেব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৩ টাকা ৯৯ পয়সা।