২০ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • / ১২৬ Time View

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২০ ঘন্টা পর মাহতাবুল রহমান বাবু (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাবু ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ডিহিদারের ছোট ছেলে। এর আগে সে গত বৃহস্পতিবার দুপুরে নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) পলবান্ধা ইউপির সিরাজাবাদের পূর্বদিকে ব্রহ্মপুত্র নদ থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাবু নিজ বাড়ি থেকে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এক পর্যায়ে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকার মানুষ উদ্ধারের জন্য নদে নেমে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজনও উদ্ধার কাজে অংশ নেই।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে ডুবুরী দল নিয়ে উদ্ধার কাজে অংশ গ্রহণ করি। প্রায় ২০ ঘন্টা চেষ্টার পর আজ সকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরে দাফন কাজের জন্য পরিবারের সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় তার জানাযায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তানভীর হাসান রুমান, পৌর মেয়র শেখ আব্দুল কাদের সহ এলাকার শত শত সাধারণ জনগণ।

Tag :

Please Share This Post in Your Social Media

২০ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

Update Time : ০৯:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২০ ঘন্টা পর মাহতাবুল রহমান বাবু (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাবু ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ডিহিদারের ছোট ছেলে। এর আগে সে গত বৃহস্পতিবার দুপুরে নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) পলবান্ধা ইউপির সিরাজাবাদের পূর্বদিকে ব্রহ্মপুত্র নদ থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাবু নিজ বাড়ি থেকে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এক পর্যায়ে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকার মানুষ উদ্ধারের জন্য নদে নেমে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজনও উদ্ধার কাজে অংশ নেই।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে ডুবুরী দল নিয়ে উদ্ধার কাজে অংশ গ্রহণ করি। প্রায় ২০ ঘন্টা চেষ্টার পর আজ সকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরে দাফন কাজের জন্য পরিবারের সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় তার জানাযায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তানভীর হাসান রুমান, পৌর মেয়র শেখ আব্দুল কাদের সহ এলাকার শত শত সাধারণ জনগণ।