হিমাচলে বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক

পার্শ্ববর্তী দেশ ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ প্রতিবেদনে এ তথ্য জানান।

সোমবার (১৪ আগস্ট) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোলান জেলায় ভারি বর্ষণে ৭ জন ও শিমলার সামার হিল এলাকার শিব মন্দিরে ভূমিধসে ৯ জন মারা গেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জানান, তিনি মৃতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হিমাচলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকবে। চামবা, কাংরা, হামিরপুর, মান্দি, বিলাশপুর, সোলান, শিমলা, কুল্লু ও সিরমাউর জেলার কিছু কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে হিমাচলে ১৫ কিলোমিটার যানজট, আটকা পড়েছেন ২০০ পর্যটক। ২৪ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষা মৌসুম শুরু হয়েছে। এখন পর্যন্ত বর্ষা মৌসুমে বিভিন্ন কারণে ২৫৭ জন নিহত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

হিমাচলে বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু

Update Time : ০৫:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

পার্শ্ববর্তী দেশ ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ প্রতিবেদনে এ তথ্য জানান।

সোমবার (১৪ আগস্ট) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোলান জেলায় ভারি বর্ষণে ৭ জন ও শিমলার সামার হিল এলাকার শিব মন্দিরে ভূমিধসে ৯ জন মারা গেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জানান, তিনি মৃতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হিমাচলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকবে। চামবা, কাংরা, হামিরপুর, মান্দি, বিলাশপুর, সোলান, শিমলা, কুল্লু ও সিরমাউর জেলার কিছু কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে হিমাচলে ১৫ কিলোমিটার যানজট, আটকা পড়েছেন ২০০ পর্যটক। ২৪ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষা মৌসুম শুরু হয়েছে। এখন পর্যন্ত বর্ষা মৌসুমে বিভিন্ন কারণে ২৫৭ জন নিহত হয়েছেন।