হিজবুল্লাহ ইস্যুতে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

হিজবুল্লাহ ইস্যুতে লেবাননের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েল। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলা ‘লেবাননকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার’ ঝুঁকি সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার জবাবে গাজা উপত্যকায় নির্বিচার বিমান চালাচ্ছে ইসরায়েল। এদিকে দেশটির জন্য মাথ্যব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

হিজবুল্লাহ বর্তমান পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে বলে অভিযোগ ইসরায়েলের।

রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জোনাথন কনরিকাস সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে। এতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই হামলার ঘটনা দেখতে পাচ্ছি আমরা।

তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর হামলা থেকে শুধু নিজেদের রক্ষা করছি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি।

তার দাবি, ‘হিজবুল্লাহ… লেবাননকে এমন এক যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে যেটা থেকে তারা কিছুই লাভ করবে না, বরং অনেক কিছু হারাতে হবে।’

হিজবুল্লাহ ইস্যুতে সতর্ক করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘লেবানিজ রাষ্ট্র কি সত্যিই গাজায় সন্ত্রাসীদের স্বার্থে লেবাননের সমৃদ্ধি ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে ইচ্ছুক? এটি এমন একটি প্রশ্ন যা লেবাননের কর্তৃপক্ষকে নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং উত্তর দিতে হবে।’

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত তাদের সাতজন সৈন্য নিহত হয়েছে। আর হিজবুল্লাহ বলছে, গতকাল শনিবার নিহত হওয়া ছয়জনসহ তাদের মোট ১৯ যোদ্ধা নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীকে এখন হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে কর্মকাণ্ড আরও বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। যদিও ইসরায়েল এটাও বলে আসছে যে, হিজবুল্লাহর সঙ্গে তাদের যুদ্ধে কোনও আগ্রহ নেই। যদি হিজবুল্লাহ সংযত থাকে তাহলেও তারাও স্থিতাবস্থা বজায় রাখবে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ২০০৬ সালে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল। এতে লেবাননে এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল, বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং ১৬০ জন ইসরায়েলি নিহত হয়েছিল, যাদের বেশিরভাগ ছিল সেনা সদস্য।

Tag :

Please Share This Post in Your Social Media

হিজবুল্লাহ ইস্যুতে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের

Update Time : ০৪:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

হিজবুল্লাহ ইস্যুতে লেবাননের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েল। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলা ‘লেবাননকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার’ ঝুঁকি সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার জবাবে গাজা উপত্যকায় নির্বিচার বিমান চালাচ্ছে ইসরায়েল। এদিকে দেশটির জন্য মাথ্যব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

হিজবুল্লাহ বর্তমান পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে বলে অভিযোগ ইসরায়েলের।

রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জোনাথন কনরিকাস সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে। এতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই হামলার ঘটনা দেখতে পাচ্ছি আমরা।

তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর হামলা থেকে শুধু নিজেদের রক্ষা করছি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি।

তার দাবি, ‘হিজবুল্লাহ… লেবাননকে এমন এক যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে যেটা থেকে তারা কিছুই লাভ করবে না, বরং অনেক কিছু হারাতে হবে।’

হিজবুল্লাহ ইস্যুতে সতর্ক করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘লেবানিজ রাষ্ট্র কি সত্যিই গাজায় সন্ত্রাসীদের স্বার্থে লেবাননের সমৃদ্ধি ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে ইচ্ছুক? এটি এমন একটি প্রশ্ন যা লেবাননের কর্তৃপক্ষকে নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং উত্তর দিতে হবে।’

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে এখন পর্যন্ত তাদের সাতজন সৈন্য নিহত হয়েছে। আর হিজবুল্লাহ বলছে, গতকাল শনিবার নিহত হওয়া ছয়জনসহ তাদের মোট ১৯ যোদ্ধা নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীকে এখন হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে কর্মকাণ্ড আরও বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। যদিও ইসরায়েল এটাও বলে আসছে যে, হিজবুল্লাহর সঙ্গে তাদের যুদ্ধে কোনও আগ্রহ নেই। যদি হিজবুল্লাহ সংযত থাকে তাহলেও তারাও স্থিতাবস্থা বজায় রাখবে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ২০০৬ সালে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল। এতে লেবাননে এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল, বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং ১৬০ জন ইসরায়েলি নিহত হয়েছিল, যাদের বেশিরভাগ ছিল সেনা সদস্য।