হাসান সারওয়ার্দী ও মিয়ান আরেফির বিরুদ্ধে তদন্ত চলছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৭৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম মিয়া ওরফে মিয়ান আরেফি রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত কি না তা তদন্ত করা হচ্ছে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, গ্রেপ্তার বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানার চেষ্টা চলছে কেন তারা আন্দোলন করছে। তিনি বলেন, অবরোধের নামে যারা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবদুল্লাহ আল মামুন বলেন, ২৮ অক্টোবর পুলিশ তার দায়িত্ব পালন করেছে, যেটুকু শক্তি প্রয়োগ করা দরকার ছিল, তা–ই করা হয়েছে। এদিন বিএনপির নেতা-কর্মীদের বারবার অনুরোধ করার পরও তারা শোনেননি।

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত। তদন্ত করে সব ঘটনার ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

হাসান সারওয়ার্দী ও মিয়ান আরেফির বিরুদ্ধে তদন্ত চলছে : আইজিপি

Update Time : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম মিয়া ওরফে মিয়ান আরেফি রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত কি না তা তদন্ত করা হচ্ছে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, গ্রেপ্তার বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানার চেষ্টা চলছে কেন তারা আন্দোলন করছে। তিনি বলেন, অবরোধের নামে যারা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবদুল্লাহ আল মামুন বলেন, ২৮ অক্টোবর পুলিশ তার দায়িত্ব পালন করেছে, যেটুকু শক্তি প্রয়োগ করা দরকার ছিল, তা–ই করা হয়েছে। এদিন বিএনপির নেতা-কর্মীদের বারবার অনুরোধ করার পরও তারা শোনেননি।

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত। তদন্ত করে সব ঘটনার ব্যবস্থা নেওয়া হবে।