হামাস নেতার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের চলমান ইসরাইল-বিরোধী অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, এই অভিযান কিছু মানুষের ধারনা ভুল প্রমাণ করে একথা দেখিয়ে দিয়েছে যে, ফিলিস্তিন এখন জীবিত রয়েছে।

শনিবার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের এক নম্বর ইস্যু হিসেবে উল্লেখ করে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ফিলিস্তিনকে সমর্থন করা একটি ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্ব। গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো নিজস্ব পদ্ধতিতে আল-আকসা তুফান অভিযান পরিচালনা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল-আকসা তুফান অভিযান আরো প্রমাণ করেছে যে, কিছু মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দৃঢ় মনোবলে চিড় ধরাতে পারেনি। ইসরাইল সরকার যদি গাজায় তার যুদ্ধাপরাধ চালিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলে যেকোনো কিছু ঘটে যেতে পারে এবং ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ বন্ধ করার লক্ষ্যে ইরান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সাক্ষাতে হামাস নেতা হানিয়া বলেন, বিগত বছরগুলোতে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে চালানো ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে আল-আকসা তুফান অভিযান চালানো হয়েছে। গাজা উপত্যকায় ইসরাইলিদের চলমান গণহত্যা প্রমাণ করেছে, অভিযানে ইসরাইল অসহায় বোধ করেছে এবং বেপরোয়া হয়ে উঠেছে। গাজার ঘরবাড়ি, মসজিদ ও হাসপাতালে ইসরাইলের যুদ্ধাপরাধী হামলা অব্যাহত থাকা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা নিজেদের শক্তিশালী অবস্থান অটুট রেখেছেন।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ঢুকে ওই অভিযান পরিচালনা করেন এবং এতে অন্তত ১৩০০ ইসরাইলি নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের পক্ষ থেকে চালানো বৃহত্তম এই অভিযান তেল আবিব ও তার পৃষ্ঠপোষকদের সব হিসাব-নিকাষ পাল্টে দিয়েছে। পার্সটুডে

Tag :

Please Share This Post in Your Social Media

হামাস নেতার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Update Time : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের চলমান ইসরাইল-বিরোধী অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, এই অভিযান কিছু মানুষের ধারনা ভুল প্রমাণ করে একথা দেখিয়ে দিয়েছে যে, ফিলিস্তিন এখন জীবিত রয়েছে।

শনিবার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের এক নম্বর ইস্যু হিসেবে উল্লেখ করে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ফিলিস্তিনকে সমর্থন করা একটি ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্ব। গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো নিজস্ব পদ্ধতিতে আল-আকসা তুফান অভিযান পরিচালনা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল-আকসা তুফান অভিযান আরো প্রমাণ করেছে যে, কিছু মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দৃঢ় মনোবলে চিড় ধরাতে পারেনি। ইসরাইল সরকার যদি গাজায় তার যুদ্ধাপরাধ চালিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলে যেকোনো কিছু ঘটে যেতে পারে এবং ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ বন্ধ করার লক্ষ্যে ইরান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সাক্ষাতে হামাস নেতা হানিয়া বলেন, বিগত বছরগুলোতে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে চালানো ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে আল-আকসা তুফান অভিযান চালানো হয়েছে। গাজা উপত্যকায় ইসরাইলিদের চলমান গণহত্যা প্রমাণ করেছে, অভিযানে ইসরাইল অসহায় বোধ করেছে এবং বেপরোয়া হয়ে উঠেছে। গাজার ঘরবাড়ি, মসজিদ ও হাসপাতালে ইসরাইলের যুদ্ধাপরাধী হামলা অব্যাহত থাকা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা নিজেদের শক্তিশালী অবস্থান অটুট রেখেছেন।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ঢুকে ওই অভিযান পরিচালনা করেন এবং এতে অন্তত ১৩০০ ইসরাইলি নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের পক্ষ থেকে চালানো বৃহত্তম এই অভিযান তেল আবিব ও তার পৃষ্ঠপোষকদের সব হিসাব-নিকাষ পাল্টে দিয়েছে। পার্সটুডে