হামাস ধ্বংস হলেই যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ১৮ দিনে গড়িয়েছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, ‘বেসামরিক হতাহতের জন্য হামাস দায়ী। তবে ইসরায়েল তাদের এড়াতে সর্বাত্মক চেষ্টা করবে।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় স্থল আক্রমণের বিষয়ে সতর্ক করে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ দীর্ঘ হতে পারে। হামাস ধ্বংস হলেই যুদ্ধ শেষ হবে।’ তবে তার এই সতর্কতা হামাসের হাতে জিম্মিদের ঝুঁকি বাড়িয়েছে।

এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বিগত ১৭ দিনের ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। অপরদিকে হামাসের হামলায় গাজায় ১৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

হামাস ধ্বংস হলেই যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু

Update Time : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ১৮ দিনে গড়িয়েছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, ‘বেসামরিক হতাহতের জন্য হামাস দায়ী। তবে ইসরায়েল তাদের এড়াতে সর্বাত্মক চেষ্টা করবে।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় স্থল আক্রমণের বিষয়ে সতর্ক করে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ দীর্ঘ হতে পারে। হামাস ধ্বংস হলেই যুদ্ধ শেষ হবে।’ তবে তার এই সতর্কতা হামাসের হাতে জিম্মিদের ঝুঁকি বাড়িয়েছে।

এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বিগত ১৭ দিনের ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। অপরদিকে হামাসের হামলায় গাজায় ১৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।