হামাসের হামলায় ইসরায়েলের ফুটবল তারকা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

গাজা স্ট্রিপের কাছে জন্মদিনের অনুষ্ঠান পালনের সময় হামাসের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের ফুটবল তারকা লিয়র আসুলিন।

তার ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস তাকে হত্যা করেছে।’

ইসরায়েলের সূত্র জানাচ্ছে, শনিবার রাতে এক হাজারের মতো ফিলিস্তিনি ইসরায়েলে ঢুকেছে। অনেক মানুষকে তারা পণবন্দি করে নিয়ে গেছে। এ সময় আসুলিন নিহত হয়েছেন।

২০০৪ সালে ইতিহাস তৈরি করেন আসুলিন। তার দল সাখনিন এফসি ইসরায়েলের একটি প্রধান প্রতিযোগিতা জেতে। ফাইনালে তিনি দুইটি গোল করেন। খেলা শেষের বাঁশি বাজার পর তিনি ইসরায়েলের পতাকা নিয়ে জয় পালন করেছিলেন। আর তার সহ-ফুটবলাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয়োৎসব করেছিলেন। এরপর আসুলিন ইউরোপের ক্লাবগুলি থেকে অফার পান। ফ্রান্সের দুইটি ক্লাব তাকে তাদের দলে খেলার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তিনি যাননি। তিনি ইসরায়েলে থেকে গেছিলেন এবং একের পর এক ক্লাব বদল করেছেন।

২০১৭ সালে তিনি অবসর নেন। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে মাদক পাচারের অভিযোগে তার কারাদণ্ড হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি ছাড়া পান। সূত্র: ডিডাব্লিউ

Tag :

Please Share This Post in Your Social Media

হামাসের হামলায় ইসরায়েলের ফুটবল তারকা নিহত

Update Time : ০২:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

গাজা স্ট্রিপের কাছে জন্মদিনের অনুষ্ঠান পালনের সময় হামাসের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের ফুটবল তারকা লিয়র আসুলিন।

তার ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস তাকে হত্যা করেছে।’

ইসরায়েলের সূত্র জানাচ্ছে, শনিবার রাতে এক হাজারের মতো ফিলিস্তিনি ইসরায়েলে ঢুকেছে। অনেক মানুষকে তারা পণবন্দি করে নিয়ে গেছে। এ সময় আসুলিন নিহত হয়েছেন।

২০০৪ সালে ইতিহাস তৈরি করেন আসুলিন। তার দল সাখনিন এফসি ইসরায়েলের একটি প্রধান প্রতিযোগিতা জেতে। ফাইনালে তিনি দুইটি গোল করেন। খেলা শেষের বাঁশি বাজার পর তিনি ইসরায়েলের পতাকা নিয়ে জয় পালন করেছিলেন। আর তার সহ-ফুটবলাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয়োৎসব করেছিলেন। এরপর আসুলিন ইউরোপের ক্লাবগুলি থেকে অফার পান। ফ্রান্সের দুইটি ক্লাব তাকে তাদের দলে খেলার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তিনি যাননি। তিনি ইসরায়েলে থেকে গেছিলেন এবং একের পর এক ক্লাব বদল করেছেন।

২০১৭ সালে তিনি অবসর নেন। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে মাদক পাচারের অভিযোগে তার কারাদণ্ড হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি ছাড়া পান। সূত্র: ডিডাব্লিউ