হাছান মাহমুদকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / ৫৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকায় চীনা দূতাবাসের এক বিবৃতিতে সোমবার (১৫ জানুয়ারি) ওই শুভেচ্ছা বার্তা পাঠানোর কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বার্তায় লিখেছেন, দীর্ঘ দিনের বন্ধুত্বের সূত্রে চীন ও বাংলাদেশ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত ৪৯ বছরে দুই দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, একে অন্যকে বিবেচনা করেছে সমান হিসাবে এবং অর্জন করেছে পারস্পরিক মঙ্গল; এ সম্পর্ক উভয়ের জন্য লাভজনক।

চীনা পররাষ্ট্রমন্ত্রী লেখেন, একে অপরের মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত ইস্যুতে চীন ও বাংলাদেশ একে অন্যকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। চীন-বাংলাদেশ সম্পর্কে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে।

দুদেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুদেশের শীর্ষ নেতৃত্বের সম্মতির আলোকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন ওয়াং ই।

এর আগে, রোববার (১৪ জানুয়ারি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

জয়শঙ্কর তার পোস্টে লেখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও গভীর করতে আমরা একসঙ্গে কাজ করার বিষয়ে প্রত্যাশা কর‌ছি।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দা‌য়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. হাছান মাহমুদ বলেন,দেশকে এগিয়ে নিতে হলে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী হতে হবে।

Please Share This Post in Your Social Media

হাছান মাহমুদকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

Update Time : ১০:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকায় চীনা দূতাবাসের এক বিবৃতিতে সোমবার (১৫ জানুয়ারি) ওই শুভেচ্ছা বার্তা পাঠানোর কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বার্তায় লিখেছেন, দীর্ঘ দিনের বন্ধুত্বের সূত্রে চীন ও বাংলাদেশ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত ৪৯ বছরে দুই দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, একে অন্যকে বিবেচনা করেছে সমান হিসাবে এবং অর্জন করেছে পারস্পরিক মঙ্গল; এ সম্পর্ক উভয়ের জন্য লাভজনক।

চীনা পররাষ্ট্রমন্ত্রী লেখেন, একে অপরের মৌলিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত ইস্যুতে চীন ও বাংলাদেশ একে অন্যকে দৃঢ়ভাবে সমর্থন করেছে। চীন-বাংলাদেশ সম্পর্কে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে।

দুদেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুদেশের শীর্ষ নেতৃত্বের সম্মতির আলোকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন ওয়াং ই।

এর আগে, রোববার (১৪ জানুয়ারি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

জয়শঙ্কর তার পোস্টে লেখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও গভীর করতে আমরা একসঙ্গে কাজ করার বিষয়ে প্রত্যাশা কর‌ছি।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দা‌য়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. হাছান মাহমুদ বলেন,দেশকে এগিয়ে নিতে হলে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী হতে হবে।