হাওয়াইয়ে দাবানলে নিহত বেড়ে ৮৯

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক

কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই দ্বীপ। কয়েক দিনের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। দ্বীপ অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে কখনো আঘাত হানেনি।

এর আগে ১৯৬০ সালে হাওয়াইয়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছিল। তখন সুনামিতে রাজ্যের ৬১ জন মানুষের মৃত্যু হয়েছিল।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর জোশ গ্রিন সতর্ক করে বলেছেন, মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে দিন যত গড়াচ্ছে অঙ্গরাজ্যটি ক্ষয়ক্ষতির মাত্রা আরও তীব্রভাবে বোঝা যাচ্ছে। মার্কিন জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় পর্যটন শহর লাহাইনায় দুই হাজারের বেশে ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং ২ হাজার ১০০ একর এলাকা দাবানলের আগুনে পুড়ে গেছে। এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে শহর পুনর্নির্মাণের খরচ হবে প্রায় ৫৫০ কোটি মার্কিন ডলার।

হাওয়াইয়ে দাবানলে নিহত বেড়ে ৮৯
বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনা সংক্রমণের হার
শনিবার সকালের দিকে গ্রিন বলেছিলেন, দুর্যোগে বেঁচে যাওয়া মানুষের জন্য কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা। এখন আমাদের মূল লক্ষ্য হলো যেখানেই পারি মানুষকে একত্রিত করা। তাদের স্বাস্থ্যসেবা দেওয়া। এরপরের কাজ হলো শহর পুনর্গঠন।

গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে হাওয়াইয়ের মাউই দ্বীপ এবং বিগ আইল্যান্ডে দাবানল শুরু হয়। ভয়াবহ এই দাবানলের কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হারিকেন থেকে সৃষ্ট ঝোড়ো হাওয়া ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন এত ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

হাওয়াইয়ে দাবানলে নিহত বেড়ে ৮৯

Update Time : ১১:০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই দ্বীপ। কয়েক দিনের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। দ্বীপ অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে কখনো আঘাত হানেনি।

এর আগে ১৯৬০ সালে হাওয়াইয়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছিল। তখন সুনামিতে রাজ্যের ৬১ জন মানুষের মৃত্যু হয়েছিল।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর জোশ গ্রিন সতর্ক করে বলেছেন, মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে দিন যত গড়াচ্ছে অঙ্গরাজ্যটি ক্ষয়ক্ষতির মাত্রা আরও তীব্রভাবে বোঝা যাচ্ছে। মার্কিন জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় পর্যটন শহর লাহাইনায় দুই হাজারের বেশে ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং ২ হাজার ১০০ একর এলাকা দাবানলের আগুনে পুড়ে গেছে। এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে শহর পুনর্নির্মাণের খরচ হবে প্রায় ৫৫০ কোটি মার্কিন ডলার।

হাওয়াইয়ে দাবানলে নিহত বেড়ে ৮৯
বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনা সংক্রমণের হার
শনিবার সকালের দিকে গ্রিন বলেছিলেন, দুর্যোগে বেঁচে যাওয়া মানুষের জন্য কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা। এখন আমাদের মূল লক্ষ্য হলো যেখানেই পারি মানুষকে একত্রিত করা। তাদের স্বাস্থ্যসেবা দেওয়া। এরপরের কাজ হলো শহর পুনর্গঠন।

গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে হাওয়াইয়ের মাউই দ্বীপ এবং বিগ আইল্যান্ডে দাবানল শুরু হয়। ভয়াবহ এই দাবানলের কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হারিকেন থেকে সৃষ্ট ঝোড়ো হাওয়া ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন এত ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।