স্বরূপে ফিরছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • / ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক: 

আজ সকাল থেকেই যানবাহনের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনা সংক্রমণ রোধে লকডাউন থাকায় দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে বন্ধ ছিলো সব ধরনের গণপরিবহন। চলাচলও ছিল সীমিত। মানুষের জীবন জীবীকার বিবেচনায় কঠোর লকডাউন তুলে নেয়ার পর আজ (১১ জুলাই) থেকে গণপরিবহন চালু হওয়ায় স্বরূপে ফিরছে যানযটের নগরীখ্যাত ঢাকাসহ সারাদেশ।

বিধিনিষেধ শিথিল করায় আজ থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া লোকজনকে আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে না। এছাড়া পুলিশের চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষকে বা যানবাহন তল্লাশি করে অকারণে বাইরে বের হওয়া যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও আর্থিক জরিমানা করবেন না।

লকডাউন তুলে নেয়ায় আজ বুধবার ভোর থেকেই রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়তে থাকে। কাকডাকা ভোর থেকেই ঘোরে গণপরিবহনের চাকা। শুধু গণপরিবহনই নয় আজ থেকে ছোটবড় দোকানপাট ও শপিংমল মার্কেট খুলে দেয়ার কারণে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন।

বুধবার সরেজমিন রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, লকডাউন শিথিলের প্রথম দিনের সকালেই রাজধানী প্রায় চিরচেনা রূপে ফিরে এসেছে। বিভিন্ন রাস্তাঘাটে রিকশা, সাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান গাড়ি,কাভার্ডভ্যান,ছোট-বড় বাস,জিপগাড়ি ও মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন চলাচল করছে।

লকডাউনের কারণে এতদিন অধিকাংশ এলাকার রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ সদস্যদের অনেকটা নির্বিকার সময় কাটলেও আজ ভোর থেকেই বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপরতা দেখা যায়। সকালের দিকে সরকারি-বেসরকারি অফিসগামীদের ভিড় থাকায় বেশ কয়েকটি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক পুলিশকে ব্যতিব্যস্ত হয়ে যানজট সামাল দিতে দেখা যায়।

এ দিকে, স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন- জীবন ও জীবিকার তাগিদে লকডাউন শিথিল করা হলেও করোনার সংক্রমণ ও মৃত্যু কমাতে শতভাগ মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। কিন্তু সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, বাইরে বের হওয়া অধিকাংশ মানুষের মুখে মাস্ক থাকলেও সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। কেউ কেউ আবার রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছেন, সিগারেট টানছেন। বিশেষ করে দরিদ্র শ্রেণির মানুষ মুখে মাস্ক পরিধান না করেই বসে আছেন।

রাজধানীর কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট বলেন, কঠোর বিধিনিষেধ চলাকালে ঢাকা অনেকটাই ফাঁকা থাকায় দায়িত্ব পালনে কোনো কষ্ট হয়নি। কিন্তু লকডাউন তুলে নেয়ায় ঢাকা আগের রূপে ফিরছে।

Please Share This Post in Your Social Media

স্বরূপে ফিরছে ঢাকা

Update Time : ১২:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক: 

আজ সকাল থেকেই যানবাহনের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনা সংক্রমণ রোধে লকডাউন থাকায় দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে বন্ধ ছিলো সব ধরনের গণপরিবহন। চলাচলও ছিল সীমিত। মানুষের জীবন জীবীকার বিবেচনায় কঠোর লকডাউন তুলে নেয়ার পর আজ (১১ জুলাই) থেকে গণপরিবহন চালু হওয়ায় স্বরূপে ফিরছে যানযটের নগরীখ্যাত ঢাকাসহ সারাদেশ।

বিধিনিষেধ শিথিল করায় আজ থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া লোকজনকে আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে না। এছাড়া পুলিশের চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষকে বা যানবাহন তল্লাশি করে অকারণে বাইরে বের হওয়া যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও আর্থিক জরিমানা করবেন না।

লকডাউন তুলে নেয়ায় আজ বুধবার ভোর থেকেই রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়তে থাকে। কাকডাকা ভোর থেকেই ঘোরে গণপরিবহনের চাকা। শুধু গণপরিবহনই নয় আজ থেকে ছোটবড় দোকানপাট ও শপিংমল মার্কেট খুলে দেয়ার কারণে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন।

বুধবার সরেজমিন রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, লকডাউন শিথিলের প্রথম দিনের সকালেই রাজধানী প্রায় চিরচেনা রূপে ফিরে এসেছে। বিভিন্ন রাস্তাঘাটে রিকশা, সাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান গাড়ি,কাভার্ডভ্যান,ছোট-বড় বাস,জিপগাড়ি ও মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন চলাচল করছে।

লকডাউনের কারণে এতদিন অধিকাংশ এলাকার রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ সদস্যদের অনেকটা নির্বিকার সময় কাটলেও আজ ভোর থেকেই বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপরতা দেখা যায়। সকালের দিকে সরকারি-বেসরকারি অফিসগামীদের ভিড় থাকায় বেশ কয়েকটি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক পুলিশকে ব্যতিব্যস্ত হয়ে যানজট সামাল দিতে দেখা যায়।

এ দিকে, স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন- জীবন ও জীবিকার তাগিদে লকডাউন শিথিল করা হলেও করোনার সংক্রমণ ও মৃত্যু কমাতে শতভাগ মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। কিন্তু সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, বাইরে বের হওয়া অধিকাংশ মানুষের মুখে মাস্ক থাকলেও সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। কেউ কেউ আবার রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছেন, সিগারেট টানছেন। বিশেষ করে দরিদ্র শ্রেণির মানুষ মুখে মাস্ক পরিধান না করেই বসে আছেন।

রাজধানীর কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট বলেন, কঠোর বিধিনিষেধ চলাকালে ঢাকা অনেকটাই ফাঁকা থাকায় দায়িত্ব পালনে কোনো কষ্ট হয়নি। কিন্তু লকডাউন তুলে নেয়ায় ঢাকা আগের রূপে ফিরছে।