স্বপ্ন হোক বাস্তবের মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • / ১৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

করোনাকাল। কারো মুখেই হাসি নেই বরং মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে দিন দিন। আটকে আছে এইসএসসি পরীক্ষা ২০২০। কবে হবে সে হিসেবটাও অধরা রয়ে গেছে। ভাগ্য ভালো মহামারির পাদুর্ভাবের আগে হয়েছিলো এসএসএসি পরীক্ষা ২০২০। রেজাল্টের সময় চলে এলো অসময় অর্থাৎ করোনাকাল।

গোটা পৃথিবীর সাথে থমকে গেল বাংলাদেশ, আটকে গেল এসএসসি শিক্ষার্থীদের রেজাল্ট। একটু দেরি হলেও ৩১ মে ঘোষিত হলো তাদের ফলাফল। উদীয়মান শিক্ষার্থীদের বরাবরের মতো বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাস না থাকলে ঘরে বসেই যথাসময়ে পেয়ে গেল কাঙ্খিত ফলাফল। মনমরা দিনের ফাঁকে ফাঁকে ঘরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেল ফলাফল। তাদের উচ্ছ্বাসে স্বস্তির বাতাস লাগলো প্রিয়জনদের গায়ে।

সানজিদা সায়মা বুশরা তাদেরই একজন। সে বাজাপ্তি রমনী মোহন উচ্চবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর থেকে এসএসসি ২০২০ ফলাফল প্রার্থী। বিভাগ বিজ্ঞান, ক্রমিক নং -০২। GPA গোল্ডেন A + পেয়েছে।

অভিভাবকেরা তার ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছে।
ইতোপূর্বে সে পিএসসি, জেএসসিতে A+ ও টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে সুযোগ পেলে উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশ ও সাধারণ মানুষের সেবা করতে চায়।

Tag :

Please Share This Post in Your Social Media

স্বপ্ন হোক বাস্তবের মুখোমুখি

Update Time : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০

নিজস্ব প্রতিবেদক:

করোনাকাল। কারো মুখেই হাসি নেই বরং মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে দিন দিন। আটকে আছে এইসএসসি পরীক্ষা ২০২০। কবে হবে সে হিসেবটাও অধরা রয়ে গেছে। ভাগ্য ভালো মহামারির পাদুর্ভাবের আগে হয়েছিলো এসএসএসি পরীক্ষা ২০২০। রেজাল্টের সময় চলে এলো অসময় অর্থাৎ করোনাকাল।

গোটা পৃথিবীর সাথে থমকে গেল বাংলাদেশ, আটকে গেল এসএসসি শিক্ষার্থীদের রেজাল্ট। একটু দেরি হলেও ৩১ মে ঘোষিত হলো তাদের ফলাফল। উদীয়মান শিক্ষার্থীদের বরাবরের মতো বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাস না থাকলে ঘরে বসেই যথাসময়ে পেয়ে গেল কাঙ্খিত ফলাফল। মনমরা দিনের ফাঁকে ফাঁকে ঘরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেল ফলাফল। তাদের উচ্ছ্বাসে স্বস্তির বাতাস লাগলো প্রিয়জনদের গায়ে।

সানজিদা সায়মা বুশরা তাদেরই একজন। সে বাজাপ্তি রমনী মোহন উচ্চবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর থেকে এসএসসি ২০২০ ফলাফল প্রার্থী। বিভাগ বিজ্ঞান, ক্রমিক নং -০২। GPA গোল্ডেন A + পেয়েছে।

অভিভাবকেরা তার ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছে।
ইতোপূর্বে সে পিএসসি, জেএসসিতে A+ ও টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে সুযোগ পেলে উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশ ও সাধারণ মানুষের সেবা করতে চায়।