স্পেনে মানবসেবায় সম্মাননা পেলেন ১৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১৩৮ Time View

স্পেনের রাজধানী মাদ্রিদে করোনাকালীন সঙ্কটাপন্ন অসহায় প্রবাসী এবং বাংলাদেশিদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্য সামগ্রী বিতরণ, দোভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেয়েছেন ১৭ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ প্রবাসী।

বুধবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম ইন্টারন্যাশনাল স্পেনের রাজধানী মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রেইনা সুফিয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রেইনা সুফিয়ার ডিরেক্টর আনা লঙ্গোনী তাদের হাতে এই সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

jagonews24

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েছ, রেড সোলিদারীদাদ এবং বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেড ইন্টার লাভাপিয়েছ সভাপতি পেপা ট্ররেস, মাইতে, লেও, এলেনা, মেরসেডেস, রেড সোলিদারীদাদের নিনেস, পামপা, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

১৫ মার্চ থেকে স্পেনে করেনাকালীন মানবসেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস কাজ করেছেন বাংলাদেশি মানবাধিকার সংগঠন, ভালিয়েন্তে বাংলা স্প্যানিশ মানবাধিকার সংগঠন, রেড ইন্টার লাভাপিয়েসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ১৭ জন বাংলাদেশি।

মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্পেনের রাজধানী শহর মাদ্রিদসহ আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেয়া এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন।

jagonews24

এছাড়া ও অবৈধ অধিবাসীদের বৈধতাসহ স্পেন সরকার কর্তৃক ঘোষিত ‘স্টে হোম’, ‘স্টে সেফ’ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করছেন এসব সংগঠনের সদস্যরা।

সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশিরা হচ্ছেন যথাক্রমে মো. ফজলে এলাহী, আফরোজা রহমান, মানিক বেপারী, নাসিরুল ওয়াহাব অপু, নিশাত তানজিন, জুয়েল হাসান, মুজিবুর রহমান, শামীমা আক্তার, আসিফ সরকার, সাবীমা আক্তার, মো. জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, মো. নজরুল ইসলাম, লিয়া দেওয়ান, সেলিম আলম, খালিদ আহমেদ, শিপন আহমেদ রাহি।

মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহীর নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা হচ্ছেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আল আমিন পাহলোয়ান।

রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি টেপা তররেসের তত্ত্বাবধানে ওপর স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশি সংগঠক মানিক বেপারী, আরমান এই টিমে সদস্যরা হচ্ছেন লিয়া দেওয়ান, সেলিম আলম, নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতে সকল মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, স্পেনে বাংলাদেশি প্রবাসীদের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম একসাথে ১৭ জন বাংলাদেশি জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত হলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

স্পেনে মানবসেবায় সম্মাননা পেলেন ১৭ বাংলাদেশি

Update Time : ১১:৩১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০

স্পেনের রাজধানী মাদ্রিদে করোনাকালীন সঙ্কটাপন্ন অসহায় প্রবাসী এবং বাংলাদেশিদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্য সামগ্রী বিতরণ, দোভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেয়েছেন ১৭ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ প্রবাসী।

বুধবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম ইন্টারন্যাশনাল স্পেনের রাজধানী মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রেইনা সুফিয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রেইনা সুফিয়ার ডিরেক্টর আনা লঙ্গোনী তাদের হাতে এই সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

jagonews24

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েছ, রেড সোলিদারীদাদ এবং বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেড ইন্টার লাভাপিয়েছ সভাপতি পেপা ট্ররেস, মাইতে, লেও, এলেনা, মেরসেডেস, রেড সোলিদারীদাদের নিনেস, পামপা, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

১৫ মার্চ থেকে স্পেনে করেনাকালীন মানবসেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস কাজ করেছেন বাংলাদেশি মানবাধিকার সংগঠন, ভালিয়েন্তে বাংলা স্প্যানিশ মানবাধিকার সংগঠন, রেড ইন্টার লাভাপিয়েসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ১৭ জন বাংলাদেশি।

মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্পেনের রাজধানী শহর মাদ্রিদসহ আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেয়া এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন।

jagonews24

এছাড়া ও অবৈধ অধিবাসীদের বৈধতাসহ স্পেন সরকার কর্তৃক ঘোষিত ‘স্টে হোম’, ‘স্টে সেফ’ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করছেন এসব সংগঠনের সদস্যরা।

সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশিরা হচ্ছেন যথাক্রমে মো. ফজলে এলাহী, আফরোজা রহমান, মানিক বেপারী, নাসিরুল ওয়াহাব অপু, নিশাত তানজিন, জুয়েল হাসান, মুজিবুর রহমান, শামীমা আক্তার, আসিফ সরকার, সাবীমা আক্তার, মো. জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, মো. নজরুল ইসলাম, লিয়া দেওয়ান, সেলিম আলম, খালিদ আহমেদ, শিপন আহমেদ রাহি।

মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহীর নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা হচ্ছেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আল আমিন পাহলোয়ান।

রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি টেপা তররেসের তত্ত্বাবধানে ওপর স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশি সংগঠক মানিক বেপারী, আরমান এই টিমে সদস্যরা হচ্ছেন লিয়া দেওয়ান, সেলিম আলম, নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতে সকল মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, স্পেনে বাংলাদেশি প্রবাসীদের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম একসাথে ১৭ জন বাংলাদেশি জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত হলেন।