স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া ইসরাইলের সঙ্গে চুক্তি করবে না হামাস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় আটক ইসরাইলি পণবন্দিদের মুক্ত করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে হামাসকে যে প্রস্তাব দেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল।

এক সপ্তাহেরও বেশি সময় আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে আমেরিকা ও ইসরাইলের পক্ষ থেকে প্রস্তাবটি তৈরি করা হলেও কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এর খুঁটিনাটি প্রকাশিত হয়নি।

আল-মায়াদিনের খবরে বলা হয়েছে, প্যারিস প্রস্তাবে বন্দি বিনিময় সম্পর্কে সুস্পষ্ট কর্মপদ্ধতি বর্ণনা করা হলেও যুদ্ধবিরতি কিংবা গাজা থেকে দখলদার সেনা প্রত্যাহারের কোনো দিকনির্দেশনা নেই। প্রস্তাবে ইসরাইলের প্রধান দাবি অর্থাৎ বন্দি বিনিময় সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকলেও হামাসের দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি স্পষ্ট নয়।

প্রস্তাবিত চুক্তি শেষ হয়ে গেলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার কোনো ধারা যেমন প্রস্তাবটিতে নেই তেমনি এ ব্যাপারে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক গ্যারান্টিও নেই। প্যারিস প্রস্তাবে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কোনো গ্যারান্টি নেই বরং সেখানে গাজা-ইসরাইল সীমান্তে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। প্রস্তাবটিতে গাজার পুনর্গঠন ও বাস্তুহারাদের নিজ গৃহে প্রত্যাবর্তনের কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়া হয়নি।

আল-মায়াদিনের খবরে আরও বলা হয়েছে, এতকিছু সত্ত্বেও হামাস প্রস্তাবটি নিয়ে অন্যান্য প্রতিরোধ আন্দোলনের পাশাপাশি আঞ্চলিক মিত্রদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতেই কয়েকদিন সময় নিয়েছে। প্যারিস বৈঠকের মধ্যস্থতাকারী পক্ষগুলো হামাসেকে এ নিশ্চয়তা দিয়েছে যে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে এবং ইসরাইল আবার যুদ্ধ শুরু করতে পারবে না।

কিন্তু হামাস একটি বাস্তব, কার্যকর ও গ্যারান্টিযুক্ত কর্মপদ্ধতি দেখতে চায় যা প্রকৃত অর্থেই স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেয়। স্থায়ী যুদ্ধবিরতি, ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার, গাজার পুনর্গঠন ও অবরোধ প্রত্যাহারের নিশ্চয়তা ছাড়া হামাস ইসরাইলের সামরিক বন্দিদের কোনো অবস্থাতেই মুক্তি দেবে না বলে জানিয়েছে আল-মায়াদিন। পার্সটুডে

Tag :

Please Share This Post in Your Social Media

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া ইসরাইলের সঙ্গে চুক্তি করবে না হামাস

Update Time : ০৩:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় আটক ইসরাইলি পণবন্দিদের মুক্ত করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে হামাসকে যে প্রস্তাব দেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল।

এক সপ্তাহেরও বেশি সময় আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে আমেরিকা ও ইসরাইলের পক্ষ থেকে প্রস্তাবটি তৈরি করা হলেও কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এর খুঁটিনাটি প্রকাশিত হয়নি।

আল-মায়াদিনের খবরে বলা হয়েছে, প্যারিস প্রস্তাবে বন্দি বিনিময় সম্পর্কে সুস্পষ্ট কর্মপদ্ধতি বর্ণনা করা হলেও যুদ্ধবিরতি কিংবা গাজা থেকে দখলদার সেনা প্রত্যাহারের কোনো দিকনির্দেশনা নেই। প্রস্তাবে ইসরাইলের প্রধান দাবি অর্থাৎ বন্দি বিনিময় সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকলেও হামাসের দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি স্পষ্ট নয়।

প্রস্তাবিত চুক্তি শেষ হয়ে গেলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার কোনো ধারা যেমন প্রস্তাবটিতে নেই তেমনি এ ব্যাপারে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক গ্যারান্টিও নেই। প্যারিস প্রস্তাবে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কোনো গ্যারান্টি নেই বরং সেখানে গাজা-ইসরাইল সীমান্তে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। প্রস্তাবটিতে গাজার পুনর্গঠন ও বাস্তুহারাদের নিজ গৃহে প্রত্যাবর্তনের কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়া হয়নি।

আল-মায়াদিনের খবরে আরও বলা হয়েছে, এতকিছু সত্ত্বেও হামাস প্রস্তাবটি নিয়ে অন্যান্য প্রতিরোধ আন্দোলনের পাশাপাশি আঞ্চলিক মিত্রদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতেই কয়েকদিন সময় নিয়েছে। প্যারিস বৈঠকের মধ্যস্থতাকারী পক্ষগুলো হামাসেকে এ নিশ্চয়তা দিয়েছে যে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে এবং ইসরাইল আবার যুদ্ধ শুরু করতে পারবে না।

কিন্তু হামাস একটি বাস্তব, কার্যকর ও গ্যারান্টিযুক্ত কর্মপদ্ধতি দেখতে চায় যা প্রকৃত অর্থেই স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেয়। স্থায়ী যুদ্ধবিরতি, ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার, গাজার পুনর্গঠন ও অবরোধ প্রত্যাহারের নিশ্চয়তা ছাড়া হামাস ইসরাইলের সামরিক বন্দিদের কোনো অবস্থাতেই মুক্তি দেবে না বলে জানিয়েছে আল-মায়াদিন। পার্সটুডে