সেনাবাহিনীর সমর্থন ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয় : শাহবাজ শরিফ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • / ৩৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক

সেনাবাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানে সরকার পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত বৃহস্পতিবার দেশটির জিও নিউজে হামিদ মিরের সঞ্চালনায় ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি বলেন, তার সরকারও সেনাবাহিনীর সমর্থন ছাড়া চলতে পারত না।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে হামিদ মির তার কাছে জানতে চান ‘পাকিস্তানকে হাইব্রিড শাসনের অন্যতম উদাহরণ হিসেবে ধরা হয়, বিষয়টি নিয়ে তার মতামত কী?’ জবাবে শাহবাজ বলেন, ‘দেখুন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাওজার ওপর ভীষণভাবে নির্ভরশীল ছিলেন। ইমরান খান তার সময়ে সেনাবাহিনী থেকে নানা ধরনের সমর্থন ও সহায়তা পেয়েছেন। আসলে সব সরকারেরই সেনা সমর্থনের দরকার হয়।’

ক্যাপিটাল টক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তার ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরপর তিনি লন্ডন সফর করবেন। দেখা করবেন বড় ভাই নওয়াজের সঙ্গে। শাহবাজ শরিফ বলেন, আশা করছি আগামী মাসে নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরতে পারেন। দেশে ফিরলে তাকে (নওয়াজ) আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এর আগে, সাংবাদিক আম্মার মাসুদকে দেওয়া একটি পৃথক সাক্ষাৎকারে দ্য ইন্টারসেপ্টে প্রকাশিত প্রতিবেদনে ইমরান খানের ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ‘পাকিস্তানে পাঠানো গোপন বার্তার বিষয়টি যদি একটি আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশিত হয়ে থাকে আর তা যদি সত্য বলে প্রমাণিত হয় তবে তা হবে ‘বিশাল অপরাধ’। ষড়যন্ত্রে সেনাবাহিনীর জড়িত থাকার বিষয়টিও ভিত্তিহীন বলে দাবি করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

সেনাবাহিনীর সমর্থন ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয় : শাহবাজ শরিফ

Update Time : ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

সেনাবাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানে সরকার পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত বৃহস্পতিবার দেশটির জিও নিউজে হামিদ মিরের সঞ্চালনায় ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি বলেন, তার সরকারও সেনাবাহিনীর সমর্থন ছাড়া চলতে পারত না।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে হামিদ মির তার কাছে জানতে চান ‘পাকিস্তানকে হাইব্রিড শাসনের অন্যতম উদাহরণ হিসেবে ধরা হয়, বিষয়টি নিয়ে তার মতামত কী?’ জবাবে শাহবাজ বলেন, ‘দেখুন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাওজার ওপর ভীষণভাবে নির্ভরশীল ছিলেন। ইমরান খান তার সময়ে সেনাবাহিনী থেকে নানা ধরনের সমর্থন ও সহায়তা পেয়েছেন। আসলে সব সরকারেরই সেনা সমর্থনের দরকার হয়।’

ক্যাপিটাল টক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তার ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরপর তিনি লন্ডন সফর করবেন। দেখা করবেন বড় ভাই নওয়াজের সঙ্গে। শাহবাজ শরিফ বলেন, আশা করছি আগামী মাসে নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরতে পারেন। দেশে ফিরলে তাকে (নওয়াজ) আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এর আগে, সাংবাদিক আম্মার মাসুদকে দেওয়া একটি পৃথক সাক্ষাৎকারে দ্য ইন্টারসেপ্টে প্রকাশিত প্রতিবেদনে ইমরান খানের ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ‘পাকিস্তানে পাঠানো গোপন বার্তার বিষয়টি যদি একটি আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশিত হয়ে থাকে আর তা যদি সত্য বলে প্রমাণিত হয় তবে তা হবে ‘বিশাল অপরাধ’। ষড়যন্ত্রে সেনাবাহিনীর জড়িত থাকার বিষয়টিও ভিত্তিহীন বলে দাবি করা হয়।