সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ১২০ Time View
নিজস্ব প্রতিবেদক:
জাতির উন্নয়নে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার- জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
.

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইন ও প্রশাসন প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ৫ মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন ১১৬ জন। আয়োজনের শুরুতেই ভালো ফল অর্জন করায় প্রধানমন্ত্রীর পক্ষে সনদ প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রশাসনের নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, প্রশাসনিক সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।

এসময় তিনি বলেন, করোনা মহারিতে মানুষের জীবন সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। করোনার ভ্যাকসিন পাওয়ামাত্রই তা সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে।  করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

দেশের যেকোন প্রান্তের জনগনের জন্য কাজ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের জন্য সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন এবং সমাজে প্রত্যেকেরই অবদান রয়েছে জানিয়ে বলেন, মানুষকে যথাযথ সম্মান দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক নানা অপকর্মে জড়িত অপরাধীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Update Time : ০৮:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:
জাতির উন্নয়নে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার- জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
.

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইন ও প্রশাসন প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ৫ মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন ১১৬ জন। আয়োজনের শুরুতেই ভালো ফল অর্জন করায় প্রধানমন্ত্রীর পক্ষে সনদ প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রশাসনের নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, প্রশাসনিক সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।

এসময় তিনি বলেন, করোনা মহারিতে মানুষের জীবন সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। করোনার ভ্যাকসিন পাওয়ামাত্রই তা সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে।  করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

দেশের যেকোন প্রান্তের জনগনের জন্য কাজ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের জন্য সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন এবং সমাজে প্রত্যেকেরই অবদান রয়েছে জানিয়ে বলেন, মানুষকে যথাযথ সম্মান দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক নানা অপকর্মে জড়িত অপরাধীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।