সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন মারা গেছেন। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে।

রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে ৩ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি পপুলারের চিকিৎসক মুরসালিন জানান, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। বিস্ফোরণের সময়ই তারা মারা যান। তাদের মরদেহ মর্গে রাখা আছে।

এছাড়া ৩০ থেকে ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় পাঁচজন দগ্ধসহ আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচতলায় হোটেল, দোতলায় সেলুন ও প্যান্টের দোকান রয়েছে। ‍তৃতীয় তলায় ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে পারে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে এসি অথবা সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমে জানান, সকাল ১০টা ৫২মিনিটে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে বিস্ফোরণে ৩ তলা একটি ভবনের একাংশ ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। তবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনি।

ইতোমধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

Update Time : ০৪:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন মারা গেছেন। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে।

রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে ৩ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি পপুলারের চিকিৎসক মুরসালিন জানান, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। বিস্ফোরণের সময়ই তারা মারা যান। তাদের মরদেহ মর্গে রাখা আছে।

এছাড়া ৩০ থেকে ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় পাঁচজন দগ্ধসহ আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচতলায় হোটেল, দোতলায় সেলুন ও প্যান্টের দোকান রয়েছে। ‍তৃতীয় তলায় ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে পারে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে এসি অথবা সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমে জানান, সকাল ১০টা ৫২মিনিটে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে বিস্ফোরণে ৩ তলা একটি ভবনের একাংশ ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। তবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনি।

ইতোমধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে।