সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৬০টি টহল টিমও।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি ও র‍্যাবের পক্ষ থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারাদেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

এদিকে অবরোধের ফলে যেন সহিংসতা না হয়, সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকেও। কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, অবরোধের কারণে কোনো সহিংসতা যেন না ঘটতে পারে, তার জন্য আমরা সতর্ক এবং প্রস্তুত আছি।

Tag :

Please Share This Post in Your Social Media

সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Update Time : ১২:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৬০টি টহল টিমও।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি ও র‍্যাবের পক্ষ থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারাদেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

এদিকে অবরোধের ফলে যেন সহিংসতা না হয়, সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকেও। কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, অবরোধের কারণে কোনো সহিংসতা যেন না ঘটতে পারে, তার জন্য আমরা সতর্ক এবং প্রস্তুত আছি।