সাবেক ওসি প্রদীপকে নেওয়া হলো কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • / ১৩৬ Time View
নিজস্ব প্রতিবেদক:

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলা কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০টার দিকে প্রদীপ কুমার দাশকে কক্সবাজারের উদ্দেশে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, কক্সবাজার আদালতে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের নির্দেশে আসামি প্রদীপ কুমার দাশকে কক্সবাজারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ওই বছরের ৫ আগস্ট কক্সবাজারের একটি আদালতে হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের এক পরিদর্শকের নাম উঠে আসে।

অভিযুক্ত প্রদীপ কুমার দাশ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামের মৃত হরেন্দ্র লাল দাশের ছেলে। নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা আর সি চার্চ রোডে তাদের নিজস্ব একটি আবাসিক ভবন আছে।

গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে প্রদীপ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন প্রদীপ।

Tag :

Please Share This Post in Your Social Media

সাবেক ওসি প্রদীপকে নেওয়া হলো কক্সবাজারে

Update Time : ০৪:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক:

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলা কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০টার দিকে প্রদীপ কুমার দাশকে কক্সবাজারের উদ্দেশে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, কক্সবাজার আদালতে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের নির্দেশে আসামি প্রদীপ কুমার দাশকে কক্সবাজারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ওই বছরের ৫ আগস্ট কক্সবাজারের একটি আদালতে হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের এক পরিদর্শকের নাম উঠে আসে।

অভিযুক্ত প্রদীপ কুমার দাশ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামের মৃত হরেন্দ্র লাল দাশের ছেলে। নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা আর সি চার্চ রোডে তাদের নিজস্ব একটি আবাসিক ভবন আছে।

গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে প্রদীপ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন প্রদীপ।