সাবসিডিয়ারি গঠনের অনুমোদন পেল প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / 24

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) জন্য সাবসিডিয়ারি গঠনের অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকটিকে এই অনুমোদন দিয়েছে।

ব্যাংকটি বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) রেগুলেশনের অধীনে এই সাবসিডিয়ারি গঠন করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে।

প্রাইম ব্যাংক ২০০০ সালে শেয়াবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৩ কোটি ৫৯ লাখ টাকা।

ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর মধ্যে ৪৩.২৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ৩৬.৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ০. ৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারীদের কাছে ও ১৯.৮৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ব্যাংকটি। আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা।

Tag :

Please Share This Post in Your Social Media

সাবসিডিয়ারি গঠনের অনুমোদন পেল প্রাইম ব্যাংক

Update Time : ০২:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) জন্য সাবসিডিয়ারি গঠনের অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকটিকে এই অনুমোদন দিয়েছে।

ব্যাংকটি বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) রেগুলেশনের অধীনে এই সাবসিডিয়ারি গঠন করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে।

প্রাইম ব্যাংক ২০০০ সালে শেয়াবাজারে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৩ কোটি ৫৯ লাখ টাকা।

ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর মধ্যে ৪৩.২৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ৩৬.৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ০. ৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারীদের কাছে ও ১৯.৮৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের সাড়ে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ব্যাংকটি। আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা।