সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলল কুকুর!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক

বাড়ির পোষা কুকুর যে এভাবে নোট চিবিয়ে খেয়ে নেবে এটা কল্পনা করতে পারেননি এক দম্পতি। আধঘণ্টায় পেটে চলে গেল সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলেছে পোষা কুকুর! ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।

জানা গেছে, এক দম্পতির সামনেই পোষা কুকুর তাদের চার হাজার ডলার (সাড়ে চার লাখ টাকা) চিবিয়ে ফেলে। তখন তারা অসহায়ভাবে দাঁড়িয়ে ঘটনা দেখা ছাড়া কিছু করতে পারেননি।

৩৩ বছর বয়সী কেরি লো নামে এক নারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের কুকুর কিচেন কাউন্টারে রাখা টাকার উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। পরে টাকাগুলো চিবোতে শুরু করে।

তিনি জানা, তখন ওই দম্পতি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এই সময় কেরির স্বামী ক্লেটন চেঁচিয়ে বলেন, দেখো সেসিল কি করছে। এরপরে সেসিলের দিকে তাকাতেই তাদের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়।

তিনি বলেন, আমরা বিশেষ কাজের জন্য নিজেদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে অর্থ বের করে কিচেন কাউন্টারে রেখেছিলাম। আধঘণ্টা আগে এবং শেষের কয়েক মিনিটের মধ্যে তা চিবিয়ে খেয়ে ফেলে।

এই দম্পতি কুকুরের মুখ থেকে টাকা বের করার চেষ্টা করেন, কিন্তু তাদের সমস্ত চেষ্টা নিষ্ফল হয়।

জানা গেছে, ছেঁড়া যে নোটগুলোর নম্বর দেখা যাচ্ছিল সেগুলো বদলে দিয়েছে ব্যাংক।

ক্যারি বলেন, প্রায় সাড়ে চারশো ডলার নোটের নম্বর কোনোভাবেই পাওয়া যায়নি। বাকি নোটগুলোর সিরিয়াল নম্বর পাওয়া গেছে। সেগুলো ব্যাংক বদলে দিয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Tag :

Please Share This Post in Your Social Media

সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলল কুকুর!

Update Time : ১২:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

বাড়ির পোষা কুকুর যে এভাবে নোট চিবিয়ে খেয়ে নেবে এটা কল্পনা করতে পারেননি এক দম্পতি। আধঘণ্টায় পেটে চলে গেল সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলেছে পোষা কুকুর! ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।

জানা গেছে, এক দম্পতির সামনেই পোষা কুকুর তাদের চার হাজার ডলার (সাড়ে চার লাখ টাকা) চিবিয়ে ফেলে। তখন তারা অসহায়ভাবে দাঁড়িয়ে ঘটনা দেখা ছাড়া কিছু করতে পারেননি।

৩৩ বছর বয়সী কেরি লো নামে এক নারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের কুকুর কিচেন কাউন্টারে রাখা টাকার উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। পরে টাকাগুলো চিবোতে শুরু করে।

তিনি জানা, তখন ওই দম্পতি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এই সময় কেরির স্বামী ক্লেটন চেঁচিয়ে বলেন, দেখো সেসিল কি করছে। এরপরে সেসিলের দিকে তাকাতেই তাদের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়।

তিনি বলেন, আমরা বিশেষ কাজের জন্য নিজেদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে অর্থ বের করে কিচেন কাউন্টারে রেখেছিলাম। আধঘণ্টা আগে এবং শেষের কয়েক মিনিটের মধ্যে তা চিবিয়ে খেয়ে ফেলে।

এই দম্পতি কুকুরের মুখ থেকে টাকা বের করার চেষ্টা করেন, কিন্তু তাদের সমস্ত চেষ্টা নিষ্ফল হয়।

জানা গেছে, ছেঁড়া যে নোটগুলোর নম্বর দেখা যাচ্ছিল সেগুলো বদলে দিয়েছে ব্যাংক।

ক্যারি বলেন, প্রায় সাড়ে চারশো ডলার নোটের নম্বর কোনোভাবেই পাওয়া যায়নি। বাকি নোটগুলোর সিরিয়াল নম্বর পাওয়া গেছে। সেগুলো ব্যাংক বদলে দিয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট