সাংবাদিকের ওপর হামলা মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১২০ Time View

টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মোখলেছুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
.

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান (৪৩) উপজেলার কাউলজানী এলাকা নুরুল আমিনের ছেলে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, সাংবাদিকের ওপর হামলার মামলায় অভিযান চালিয়ে গতকাল রাতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারের বিরোধ চলে আসছিলো। বিরোধ নিষ্পত্তির বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে সংখ্যালঘু পরিবারটি ভোরে ঘর তোলার চেষ্টা করে। এঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে তার পক্ষের লোকজন ঘর তুলতে বাধা দেয় এবং নির্মিত ঘরের কিছু অংশ ভেঙে দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়।

এ সময় পেশাগত দায়িত্ব পালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাংবাদিকের ওপর হামলা মামলায় গ্রেফতার ১

Update Time : ০৬:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মোখলেছুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
.

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান (৪৩) উপজেলার কাউলজানী এলাকা নুরুল আমিনের ছেলে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, সাংবাদিকের ওপর হামলার মামলায় অভিযান চালিয়ে গতকাল রাতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারের বিরোধ চলে আসছিলো। বিরোধ নিষ্পত্তির বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে সংখ্যালঘু পরিবারটি ভোরে ঘর তোলার চেষ্টা করে। এঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে তার পক্ষের লোকজন ঘর তুলতে বাধা দেয় এবং নির্মিত ঘরের কিছু অংশ ভেঙে দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়।

এ সময় পেশাগত দায়িত্ব পালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।