সরিষাবাড়ীতে নদীর বুকে হাঁটছে মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • / ১৮২ Time View

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: 

জামালপুরের সরিষাবাড়ীতে ভরা ঝিনাই নদীর বুকে কচুরিপানা জমে সৃষ্টি হয়েছে চলাচলের রাস্তা। এ রাস্তায় চলাচল করছে মানুষ, চালানো হচ্ছে সাইকেল, খেলা হচ্ছে ভরা নদীর বুকে ফুটবল।

সোমবার (২৩ মে) সকালে উপজেলার পৌর এলাকার কোনাবাড়ী গ্রামের ঝিনাই নদীর পাড়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয় এলাকাবাসী মমিনুর, জাহাঙ্গীর আলম বিডিসমাচার টোয়েন্টিফোর ডটকম কে বলেন, প্রতিদিন ঝিনাই নদীর পানি বাড়ছে সাথে স্রোতও। পানির সাথে ওজান থেকে কচুরিপানা ভেসে আসছে। কচুরিপানা গুলো এক জায়গায় জমা হয়ে শক্ত হয়ে গেছে। যার কারনে কচুরিপানা গুলোর উপর দিয়ে ভরা নদীতেও পায়ে হেটে পার হওয়া যাচ্ছে।

কিশোর রাসেল মিয়া বিডিসমাচার টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ভরা নদীর বুকে কচুরিপানার উপর দিয়ে হেটে পার হওয়া যাচ্ছে। আমরা কচুরিপানার উপর ফুটবল খেলেছি। সাইকেল চালিয়েছি। এটা সত্যিই অসাধারণ। কোন দিন আমরা ভাবিনি যে এভাবে ভরা নদীর উপর দিয়ে রাস্তা ছাড়া হাটতে পারবো, খেলতে পারবো।

দেখতে আসা ছানোয়ার হোসেন বিডিসমাচার টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর উপর দিয়ে রাস্তা ছাড়াই হেটে পার হওয়ার খবর পেয়ে দেখতে এসেছি। এসে দেখলাম কথাটা সত্যি। লোকেরা নদীর উপর দিয়ে রাস্তা ছাড়াই হেটে পার হচ্ছে। আমিও পার হলাম। ছেলেরা সাইকেলও চালাচ্ছে। এটা সত্যিই অলৌকিক।

প্রাকৃতিকভাবে সৃষ্ট ভরা নদীর বুকে কচুরিপানার উপর দিয়ে চলাচলের রাস্তা দেখতে ভীড় করছে বিভিন্ন এলাকার মানুষ।

Tag :

Please Share This Post in Your Social Media

সরিষাবাড়ীতে নদীর বুকে হাঁটছে মানুষ

Update Time : ০২:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি: 

জামালপুরের সরিষাবাড়ীতে ভরা ঝিনাই নদীর বুকে কচুরিপানা জমে সৃষ্টি হয়েছে চলাচলের রাস্তা। এ রাস্তায় চলাচল করছে মানুষ, চালানো হচ্ছে সাইকেল, খেলা হচ্ছে ভরা নদীর বুকে ফুটবল।

সোমবার (২৩ মে) সকালে উপজেলার পৌর এলাকার কোনাবাড়ী গ্রামের ঝিনাই নদীর পাড়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয় এলাকাবাসী মমিনুর, জাহাঙ্গীর আলম বিডিসমাচার টোয়েন্টিফোর ডটকম কে বলেন, প্রতিদিন ঝিনাই নদীর পানি বাড়ছে সাথে স্রোতও। পানির সাথে ওজান থেকে কচুরিপানা ভেসে আসছে। কচুরিপানা গুলো এক জায়গায় জমা হয়ে শক্ত হয়ে গেছে। যার কারনে কচুরিপানা গুলোর উপর দিয়ে ভরা নদীতেও পায়ে হেটে পার হওয়া যাচ্ছে।

কিশোর রাসেল মিয়া বিডিসমাচার টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ভরা নদীর বুকে কচুরিপানার উপর দিয়ে হেটে পার হওয়া যাচ্ছে। আমরা কচুরিপানার উপর ফুটবল খেলেছি। সাইকেল চালিয়েছি। এটা সত্যিই অসাধারণ। কোন দিন আমরা ভাবিনি যে এভাবে ভরা নদীর উপর দিয়ে রাস্তা ছাড়া হাটতে পারবো, খেলতে পারবো।

দেখতে আসা ছানোয়ার হোসেন বিডিসমাচার টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর উপর দিয়ে রাস্তা ছাড়াই হেটে পার হওয়ার খবর পেয়ে দেখতে এসেছি। এসে দেখলাম কথাটা সত্যি। লোকেরা নদীর উপর দিয়ে রাস্তা ছাড়াই হেটে পার হচ্ছে। আমিও পার হলাম। ছেলেরা সাইকেলও চালাচ্ছে। এটা সত্যিই অলৌকিক।

প্রাকৃতিকভাবে সৃষ্ট ভরা নদীর বুকে কচুরিপানার উপর দিয়ে চলাচলের রাস্তা দেখতে ভীড় করছে বিভিন্ন এলাকার মানুষ।