সন্ত্রাসবিরোধী আইনে খুবির দুই সাবেক শিক্ষার্থীর দশ বছর সাজা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল নব্য জেএমবির সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে দশ বছরের কারাদন্ড দিয়েছে।

রাষ্ট্র বিরোধী জঙ্গিবাদি কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারক রোজিনা আক্তার মঙ্গলবার দুপুরে এই রায় দেন। রায় ঘোষণার সময়ে আদালতে দুই আসামী উপস্থিত ছিলেন।

সন্ত্রাস বিরোধী আইন (২০০৯)-এর আওতায় তাদের এই সাজা দেয়া হয়। তাদের বিরুদ্ধে আদালতে ২২ জন সাক্ষ্য দিয়েছেন।

২০২০ সালের ২৪ জানুয়ারী রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চর্তুথ বর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ এবং পরিসংখ্যান বিভাগের চর্তুথ বর্ষের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বিপুল পরিমান জঙ্গিবাদি বইপুস্তক এবং বোমা তৈরীর সরঞ্জামসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন।

পুলিশ সে সময়ে জানিয়েছিলো গ্রেপ্তার হওয়া দুই ছাত্র নব্য জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।

রাষ্ট্রপক্ষের আইনজীবি শওকত আলী সুজা জানান, জেএমবির সক্রিয় সদস্য নুরু মোহাম্মদ ও মোজাহিদকে বিপুল পরিমান বোমা তৈরী সরঞ্জামসহ গ্রেপ্তারের পর তদন্ত শেষে সেই বছরের ২২ আগষ্ট গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদি কর্মকান্ডে যুক্ত থাকার তথ্য প্রমাণ উপস্থাপন করে আদালতে অভিযোগ পত্র জমা দেয়।

গেল বছরের ১৬ নভেম্বর মামলাটি বিচারের জন্য সন্ত্রাস বিরোধী আদালতে পাঠানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

সন্ত্রাসবিরোধী আইনে খুবির দুই সাবেক শিক্ষার্থীর দশ বছর সাজা

Update Time : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল নব্য জেএমবির সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে দশ বছরের কারাদন্ড দিয়েছে।

রাষ্ট্র বিরোধী জঙ্গিবাদি কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারক রোজিনা আক্তার মঙ্গলবার দুপুরে এই রায় দেন। রায় ঘোষণার সময়ে আদালতে দুই আসামী উপস্থিত ছিলেন।

সন্ত্রাস বিরোধী আইন (২০০৯)-এর আওতায় তাদের এই সাজা দেয়া হয়। তাদের বিরুদ্ধে আদালতে ২২ জন সাক্ষ্য দিয়েছেন।

২০২০ সালের ২৪ জানুয়ারী রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চর্তুথ বর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ এবং পরিসংখ্যান বিভাগের চর্তুথ বর্ষের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বিপুল পরিমান জঙ্গিবাদি বইপুস্তক এবং বোমা তৈরীর সরঞ্জামসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন।

পুলিশ সে সময়ে জানিয়েছিলো গ্রেপ্তার হওয়া দুই ছাত্র নব্য জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।

রাষ্ট্রপক্ষের আইনজীবি শওকত আলী সুজা জানান, জেএমবির সক্রিয় সদস্য নুরু মোহাম্মদ ও মোজাহিদকে বিপুল পরিমান বোমা তৈরী সরঞ্জামসহ গ্রেপ্তারের পর তদন্ত শেষে সেই বছরের ২২ আগষ্ট গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদি কর্মকান্ডে যুক্ত থাকার তথ্য প্রমাণ উপস্থাপন করে আদালতে অভিযোগ পত্র জমা দেয়।

গেল বছরের ১৬ নভেম্বর মামলাটি বিচারের জন্য সন্ত্রাস বিরোধী আদালতে পাঠানো হয়।