সংস্কৃতি চর্চা না করে আমরা কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ছি – আসাদুজ্জামান নূর এমপি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • / ১৭০ Time View

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

সংস্কৃতির চর্চা না করে আমরা কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ছি, এমন মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা সাহিত্য মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব‍্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করোনা মোকাবেলা করছে, এ রকম একটা বৈশিক মহামারির মধ্যেও বঙ্গবন্ধুর কন‍্যা তার দক্ষতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে দেশে আজ পদ্মা সেতু হয়েছে। এরপরও আমাদের শংকা,সংশয় ও ভয় কাজ করছে। আমরা কি কিছু কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছি, আমাদের সমাজ কি কিছু কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছে? কারন আমি দেখতেছি বর্তমানে ছাত্ররা শিক্ষককের গায়ে হাত তুলছে, ছাত্রের হাতে শিক্ষক খুন হচ্ছে। কিংবা ফেসবুকে কি লেখা হয়েছে না হয়েছে তা নিয়ে মন্দিরে হামলা হচ্ছে, হিন্দু পরিবারগুলোর উপর হামলা হচ্ছে, তাদের বাড়ি ঘর আগুন দেয়া হচ্ছে। সাম্প্রদায়িক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। নারীর উপর হামলা হচ্ছে, অবমাননা হচ্ছে, নির্যাতন হচ্ছে, নারী হত‍্যা হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে এগুলো আমাদের পিছিয়ে যাওয়ার লক্ষ্য এবং এই জায়গাগুলোয় আমরা পিছিয়ে যাওয়ার অন‍্যতম কারণ আমাদের সংস্কৃতি চর্চা যতটুকু করা দরকার তা সরকারের পক্ষে যতটুকু চেষ্টা ইউক না কেন আমরা সমাজে যারা বাস করি আমরা যারা অভিভাবক আমরা সেই চেষ্টা করছি না।

ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সম্মানিত অতিথির বক্তৃতা দেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রারেয়া আলীম, বাংলা একাডেমির সচিব এ,এইচ, এম লোকমান, বিশেষ অতিথি সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

এতে জেলার তিনশতাধিক কবি সাহিত্যিক অংশ নিচ্ছেন।মেলার প্রথম দিন ছিল সাহিত্য-সংস্কৃতি নিয়ে প্রবন্ধপাঠ, আলোচনা ও লেখক প্রশিক্ষণ। প্রশিক্ষন দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির উপ-পরিচালক ড.তপন বাগচী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের সমাপনী ঘটে।
দ্বিতীয় দিন শুক্রবার স্থানীয় কবি সাহিত্যিক তাঁদের নিজেদের লেখা কবিতা ও সাহিত্য পাঠ , কথা সহিত্যেকদের ছোটগল্প ও উপন্যাস পাঠ, নাট্যকারদের নাটক পাঠ অনুষ্ঠিত হবে। শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে দুইদিন ব্যাপী মেলার সমাপনী ঘটবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সংস্কৃতি চর্চা না করে আমরা কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ছি – আসাদুজ্জামান নূর এমপি

Update Time : ১০:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

সংস্কৃতির চর্চা না করে আমরা কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ছি, এমন মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা সাহিত্য মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব‍্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করোনা মোকাবেলা করছে, এ রকম একটা বৈশিক মহামারির মধ্যেও বঙ্গবন্ধুর কন‍্যা তার দক্ষতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে দেশে আজ পদ্মা সেতু হয়েছে। এরপরও আমাদের শংকা,সংশয় ও ভয় কাজ করছে। আমরা কি কিছু কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছি, আমাদের সমাজ কি কিছু কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছে? কারন আমি দেখতেছি বর্তমানে ছাত্ররা শিক্ষককের গায়ে হাত তুলছে, ছাত্রের হাতে শিক্ষক খুন হচ্ছে। কিংবা ফেসবুকে কি লেখা হয়েছে না হয়েছে তা নিয়ে মন্দিরে হামলা হচ্ছে, হিন্দু পরিবারগুলোর উপর হামলা হচ্ছে, তাদের বাড়ি ঘর আগুন দেয়া হচ্ছে। সাম্প্রদায়িক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। নারীর উপর হামলা হচ্ছে, অবমাননা হচ্ছে, নির্যাতন হচ্ছে, নারী হত‍্যা হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে এগুলো আমাদের পিছিয়ে যাওয়ার লক্ষ্য এবং এই জায়গাগুলোয় আমরা পিছিয়ে যাওয়ার অন‍্যতম কারণ আমাদের সংস্কৃতি চর্চা যতটুকু করা দরকার তা সরকারের পক্ষে যতটুকু চেষ্টা ইউক না কেন আমরা সমাজে যারা বাস করি আমরা যারা অভিভাবক আমরা সেই চেষ্টা করছি না।

ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সম্মানিত অতিথির বক্তৃতা দেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রারেয়া আলীম, বাংলা একাডেমির সচিব এ,এইচ, এম লোকমান, বিশেষ অতিথি সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

এতে জেলার তিনশতাধিক কবি সাহিত্যিক অংশ নিচ্ছেন।মেলার প্রথম দিন ছিল সাহিত্য-সংস্কৃতি নিয়ে প্রবন্ধপাঠ, আলোচনা ও লেখক প্রশিক্ষণ। প্রশিক্ষন দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির উপ-পরিচালক ড.তপন বাগচী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের সমাপনী ঘটে।
দ্বিতীয় দিন শুক্রবার স্থানীয় কবি সাহিত্যিক তাঁদের নিজেদের লেখা কবিতা ও সাহিত্য পাঠ , কথা সহিত্যেকদের ছোটগল্প ও উপন্যাস পাঠ, নাট্যকারদের নাটক পাঠ অনুষ্ঠিত হবে। শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে দুইদিন ব্যাপী মেলার সমাপনী ঘটবে।