ষড়যন্ত্র ও চাপ অতিক্রম করার ক্ষমতা সরকারের আছে : কাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ৪৩ Time View

বিদেশি চাপ আসবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে। এগুলো অতিক্রম করার ক্ষমতা সরকারের আছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশি-বিদেশি চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে তো আছেই, চাপ বিদেশ থেকেও আছে। তবে আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমরাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আমাদের সম্পর্ক মাটি আর মানুষের সঙ্গে।

তিনি বলেন, আমরা কোনো বিদেশি চাপ বা দেশি চাপের কাছে নতি স্বীকার করব না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। নানা বাধা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনপূর্ব পরিস্থিতি। এখন নির্বাচন তো হয়েই গেছে। অনেকে ভেবেছে এই নির্বাচন আমরা করতে পারব না। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে গ্রামের বাজারগুলো খাদ্য সামগ্রী দিয়ে ভরপুর। পার্বত্য এলাকায় রাস্তা হওয়ায় প্রচুর জিনিস বাজারে আসছে। তবে দ্রব্যমূল্য যাতে মানুষের সক্ষমতার মধ্যে থাকে সে ব্যবস্থা করা হবে। সাধারনদের কষ্ট লাঘব করা দরকার, এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ষড়যন্ত্র ও চাপ অতিক্রম করার ক্ষমতা সরকারের আছে : কাদের

Update Time : ০১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

বিদেশি চাপ আসবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে। এগুলো অতিক্রম করার ক্ষমতা সরকারের আছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশি-বিদেশি চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে তো আছেই, চাপ বিদেশ থেকেও আছে। তবে আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমরাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আমাদের সম্পর্ক মাটি আর মানুষের সঙ্গে।

তিনি বলেন, আমরা কোনো বিদেশি চাপ বা দেশি চাপের কাছে নতি স্বীকার করব না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। নানা বাধা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনপূর্ব পরিস্থিতি। এখন নির্বাচন তো হয়েই গেছে। অনেকে ভেবেছে এই নির্বাচন আমরা করতে পারব না। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে গ্রামের বাজারগুলো খাদ্য সামগ্রী দিয়ে ভরপুর। পার্বত্য এলাকায় রাস্তা হওয়ায় প্রচুর জিনিস বাজারে আসছে। তবে দ্রব্যমূল্য যাতে মানুষের সক্ষমতার মধ্যে থাকে সে ব্যবস্থা করা হবে। সাধারনদের কষ্ট লাঘব করা দরকার, এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন।