শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • / ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

শেষ মূহুর্তে ‘শাটডাউন’ এড়ালো বাইডেন সরকার। শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন কংগ্রেস বা আইনসভা।

এর আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের বিরোধীতার মুখে বাজেট পাস নিয়ে জটিলতায় পড়ে বাইডেন সরকার। এর ফলে ১ অক্টোবর মধ্যরাত (স্থানীয় সময় শনিবার রাত ১২টার পর) থেকে শাটডাউন বা বন্ধ হয়ে যেতে পারতো যুক্তরাষ্ট্রের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম।

শনিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ৩৩৫-৯১ ভোটে বিলটি পাস হয়। মূলত বিরোধী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট সদস্যরা এটিকে বেশি সমর্থন করেছেন। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে।

সাধারণত প্রতিবছরের ১ অক্টোবর নতুন অর্থবছরের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দিয়ে থাকে মার্কিন ফেডারেল সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। যা উচ্চকক্ষ হিসেবে সিনেট ও নিম্নকক্ষ হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস -এর সমন্বয়ে গঠিত।

এ বছর সরকারি ব্যয় হ্রাস করার দাবিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এ অর্থ বরাদ্দের বিষয়টি আটকে রেখেছিল।

রিপাবলিকান পার্টি জানিয়েছিল, সরকারি ব্যয় কমানোর পরই নতুন অর্থবছরের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দেবে তারা। যার মধ্যে ইউক্রেন যুদ্ধে মার্কিন অর্থায়ন কমানোর দাবিটি ছিলো অন্যতম।

গত এক দশকে তিনবার শাটডাউনে গেছে মার্কিন সরকার। সবশেষ ২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় শাটডাউনের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র। যা রেকর্ড ৩৪ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

Update Time : ১০:২৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

শেষ মূহুর্তে ‘শাটডাউন’ এড়ালো বাইডেন সরকার। শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন কংগ্রেস বা আইনসভা।

এর আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের বিরোধীতার মুখে বাজেট পাস নিয়ে জটিলতায় পড়ে বাইডেন সরকার। এর ফলে ১ অক্টোবর মধ্যরাত (স্থানীয় সময় শনিবার রাত ১২টার পর) থেকে শাটডাউন বা বন্ধ হয়ে যেতে পারতো যুক্তরাষ্ট্রের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম।

শনিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ৩৩৫-৯১ ভোটে বিলটি পাস হয়। মূলত বিরোধী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট সদস্যরা এটিকে বেশি সমর্থন করেছেন। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে।

সাধারণত প্রতিবছরের ১ অক্টোবর নতুন অর্থবছরের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দিয়ে থাকে মার্কিন ফেডারেল সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। যা উচ্চকক্ষ হিসেবে সিনেট ও নিম্নকক্ষ হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস -এর সমন্বয়ে গঠিত।

এ বছর সরকারি ব্যয় হ্রাস করার দাবিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি এ অর্থ বরাদ্দের বিষয়টি আটকে রেখেছিল।

রিপাবলিকান পার্টি জানিয়েছিল, সরকারি ব্যয় কমানোর পরই নতুন অর্থবছরের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দেবে তারা। যার মধ্যে ইউক্রেন যুদ্ধে মার্কিন অর্থায়ন কমানোর দাবিটি ছিলো অন্যতম।

গত এক দশকে তিনবার শাটডাউনে গেছে মার্কিন সরকার। সবশেষ ২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় শাটডাউনের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র। যা রেকর্ড ৩৪ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল।