শেখ রাসেল একটি আদর্শ ও ভালোবাসার নাম: সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / ৬৯৩ Time View

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, শেখ রাসেল একটি আদর্শ ও ভালোবাসার নাম। শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতই বাঙালী জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন, বিশ্বের শোষিত মানুষের নেতা হতেন।

সোমবার চাঁদপুর হাইমচরের নীল কন্ঠ সামাজিক সংগঠন আয়োজিত শিক্ষা গুরু সম্মাননা প্রদান এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই মাদকমুক্ত থাকতে হলে খেলাধুলা বেশি বেশি করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছেন। বিশ্ব ক্রীড়া মঞ্চে এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের যুবকদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগ দিতে হবে। যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। যাতে তারা মাদকসহ নানা প্রকার অপকর্মে জড়িয়ে না পড়ে।

তিনি বলেন, উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিষ্ঠা, সততা ও ত্যাগের মহিমায় নিরলস কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে নীল কণ্ঠ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সোহাগ তরফদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এসএম জয়নাল আবেদীন,হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আলী আহমেদ।

এর আগে সুজিত রায় নন্দী হাইমচরে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম হোসেনের কবরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

শেখ রাসেল একটি আদর্শ ও ভালোবাসার নাম: সুজিত রায় নন্দী

Update Time : ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, শেখ রাসেল একটি আদর্শ ও ভালোবাসার নাম। শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতই বাঙালী জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন, বিশ্বের শোষিত মানুষের নেতা হতেন।

সোমবার চাঁদপুর হাইমচরের নীল কন্ঠ সামাজিক সংগঠন আয়োজিত শিক্ষা গুরু সম্মাননা প্রদান এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই মাদকমুক্ত থাকতে হলে খেলাধুলা বেশি বেশি করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছেন। বিশ্ব ক্রীড়া মঞ্চে এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের যুবকদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগ দিতে হবে। যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। যাতে তারা মাদকসহ নানা প্রকার অপকর্মে জড়িয়ে না পড়ে।

তিনি বলেন, উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিষ্ঠা, সততা ও ত্যাগের মহিমায় নিরলস কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে নীল কণ্ঠ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সোহাগ তরফদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এসএম জয়নাল আবেদীন,হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আলী আহমেদ।

এর আগে সুজিত রায় নন্দী হাইমচরে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম হোসেনের কবরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।