শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ১৫৩ Time View

স্বাস্থ্যবিধি মেনে রোববার (২৫ এপ্রিল) থেকে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্তে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের দুই ফেরিঘাটে।

সর্বাত্মক লকডাউনে যাত্রী চলাচল বিগত কিছুদিন শিথিল থাকলেও শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে দেখা গেছে শিমুলিয়া ঘাটে।

তবে নৌরুটে শুধুমাত্র লকডাউনের আওতামুক্ত যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ। আর নৌরুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রী সংখ্যা বাড়লেও অত্যাধিক চাপ পড়েনি। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে পাঁচটি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে লকডাউনের আওতামুক্ত জরুরি পণ্য ও ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে

Update Time : ০১:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

স্বাস্থ্যবিধি মেনে রোববার (২৫ এপ্রিল) থেকে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্তে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের দুই ফেরিঘাটে।

সর্বাত্মক লকডাউনে যাত্রী চলাচল বিগত কিছুদিন শিথিল থাকলেও শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে দেখা গেছে শিমুলিয়া ঘাটে।

তবে নৌরুটে শুধুমাত্র লকডাউনের আওতামুক্ত যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ। আর নৌরুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রী সংখ্যা বাড়লেও অত্যাধিক চাপ পড়েনি। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে পাঁচটি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে লকডাউনের আওতামুক্ত জরুরি পণ্য ও ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে।