শরীরে শক্তি নেই, সমাবর্তনে এসেছি মনের জোড়ে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ১৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শরীর আমাকে আসতে দিতে চায়নি, কিন্তু মনের জোড়ে আমি আপনাদের মাঝে এসেছি।

শনিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা শেষে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “কিছুদিন আগে আমি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে এসেছি। কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছি তা নয়, এখন শরীরের যে অবস্থা তাতে এখানে আসার মত শক্তি নেই, কিন্তু মনের জোড়ে আমি আপনাদের কাছে এসেছি। কারণ একটাই, আমি চেষ্টা করেও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। অথচ আজ আমি এই প্রতিষ্ঠানের চ্যান্সেলর। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলেও শিক্ষা, রাজনীতি সর্ব ক্ষেত্রেই আমি এই প্রতিষ্ঠানকে অনুস্মরণ করে চলেছি।”

সমাবর্তনে বক্তা হিসেবে আছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জঁ তিরোল। তাকে সম্মানসূচক ডক্টর অব লজ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত আছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের অধ্যক্ষ-ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত আছেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত আছেন। অধিভুক্ত সাত কলেজের ৭ হাজার ৭৯৬ জন ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশগ্রহণ করেছেন।

সমাবর্তনে ১৩১ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হবে যা ঢাবির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া এবার ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

শরীরে শক্তি নেই, সমাবর্তনে এসেছি মনের জোড়ে: রাষ্ট্রপতি

Update Time : ০২:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শরীর আমাকে আসতে দিতে চায়নি, কিন্তু মনের জোড়ে আমি আপনাদের মাঝে এসেছি।

শনিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা শেষে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “কিছুদিন আগে আমি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে এসেছি। কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছি তা নয়, এখন শরীরের যে অবস্থা তাতে এখানে আসার মত শক্তি নেই, কিন্তু মনের জোড়ে আমি আপনাদের কাছে এসেছি। কারণ একটাই, আমি চেষ্টা করেও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। অথচ আজ আমি এই প্রতিষ্ঠানের চ্যান্সেলর। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলেও শিক্ষা, রাজনীতি সর্ব ক্ষেত্রেই আমি এই প্রতিষ্ঠানকে অনুস্মরণ করে চলেছি।”

সমাবর্তনে বক্তা হিসেবে আছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জঁ তিরোল। তাকে সম্মানসূচক ডক্টর অব লজ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত আছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের অধ্যক্ষ-ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত আছেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত আছেন। অধিভুক্ত সাত কলেজের ৭ হাজার ৭৯৬ জন ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশগ্রহণ করেছেন।

সমাবর্তনে ১৩১ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হবে যা ঢাবির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া এবার ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে।