লা লিগায় রিয়াল ও বার্সার দুঃস্বপ্নের রাত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • / ১১৬ Time View

নিজস্ব প্রতিনিধি:

লা লিগায় দুঃস্বপ্নের রাত কাটালো দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।
.

ভিয়ারিয়ালের মাঠ থেকে কোনোমতে ১-১ গোলে ড্র কোরে জিদানের দল ফিরতে পেরেছে। তবে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছে বার্সা।

ম্যাচের শুরু থেকে এটাকিং ফুটবলে বার্সাকে কোনঠাসা কোরতে থাকে স্বাগতিক আতলেতিকো। বেশ কয়েকটা সুযোগ তৈরি কোরতে পারলেও হচ্ছিল না সফল ফিনিশিং।

তবে কাতালানদের গোলকিপার টের স্টেগেনের বোকামির সুযোগে হাফটাইমের আগ মুহূর্তে আতলেতিকোকে লিড এনে দেন ক্যারেসকো। ওই গোলটা আর শোধ কোরতে পারেনি লিওনেল মেসিরা।

এই হারে লা লিগা টেবিলের দশে নেমে গেল বার্সা। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে রোয়ি ব্লাঙ্কোরা।

Tag :

Please Share This Post in Your Social Media

লা লিগায় রিয়াল ও বার্সার দুঃস্বপ্নের রাত

Update Time : ০২:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিনিধি:

লা লিগায় দুঃস্বপ্নের রাত কাটালো দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।
.

ভিয়ারিয়ালের মাঠ থেকে কোনোমতে ১-১ গোলে ড্র কোরে জিদানের দল ফিরতে পেরেছে। তবে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছে বার্সা।

ম্যাচের শুরু থেকে এটাকিং ফুটবলে বার্সাকে কোনঠাসা কোরতে থাকে স্বাগতিক আতলেতিকো। বেশ কয়েকটা সুযোগ তৈরি কোরতে পারলেও হচ্ছিল না সফল ফিনিশিং।

তবে কাতালানদের গোলকিপার টের স্টেগেনের বোকামির সুযোগে হাফটাইমের আগ মুহূর্তে আতলেতিকোকে লিড এনে দেন ক্যারেসকো। ওই গোলটা আর শোধ কোরতে পারেনি লিওনেল মেসিরা।

এই হারে লা লিগা টেবিলের দশে নেমে গেল বার্সা। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে রোয়ি ব্লাঙ্কোরা।