লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / ২১১ Time View

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্ম দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনার পরই বিক্ষোভ করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন পাটওয়ারী (৪৫)। তিনি ওই গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে এবং বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে কালভাটের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিল। হঠাৎ ৫-৬ জনের একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আলাউদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, বিএনপি-যুবদলের ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে এমনটি হতে পারে। এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা জানা যায়নি।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনা তদন্তসহ এলাকায় চলছে অভিযান। জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Update Time : ১০:০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্ম দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনার পরই বিক্ষোভ করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন পাটওয়ারী (৪৫)। তিনি ওই গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে এবং বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে কালভাটের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিল। হঠাৎ ৫-৬ জনের একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আলাউদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, বিএনপি-যুবদলের ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে এমনটি হতে পারে। এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা জানা যায়নি।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনা তদন্তসহ এলাকায় চলছে অভিযান। জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।