রোববারের কার্যক্রম নিয়ে মার্কিন দূতাবাসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক

সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। ঢাকাস্থ মার্কিন দূতাবাস রোববার (২৯ অক্টোবর) তাদের সরকারি পরিষেবাগুলো সীমিত রাখবে।

সেজন্য এদিনের নির্ধারিত ভিসা সংক্রান্ত কার্যক্রমসহ অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট থাকা মানুষদের পরবর্তীতে পরিষেবা দেবে দূতাবাস।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে এক পোস্টে এ বার্তা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস রোববার (২৯ অক্টোবর) সরকারি পরিষেবাগুলো সীমিত করবে। যুক্তরাষ্ট্রের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা ভিসা অ্যাপয়েন্টমেন্টসহ দূতাবাস অফিসে নির্ধারিত যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হবে।

এদিকে, ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানায়।

পোস্টে বলা হয়েছে, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

এছাড়া, পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার, যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সব সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করবো।

শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।

পুলিশ ও বিএনপির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ সাংবাদিক আহত হন। পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশও। এরই প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। হরতাল ডাকে জামায়াতে ইসলামীও।

Tag :

Please Share This Post in Your Social Media

রোববারের কার্যক্রম নিয়ে মার্কিন দূতাবাসের নতুন বার্তা

Update Time : ০৯:২৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। ঢাকাস্থ মার্কিন দূতাবাস রোববার (২৯ অক্টোবর) তাদের সরকারি পরিষেবাগুলো সীমিত রাখবে।

সেজন্য এদিনের নির্ধারিত ভিসা সংক্রান্ত কার্যক্রমসহ অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট থাকা মানুষদের পরবর্তীতে পরিষেবা দেবে দূতাবাস।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে এক পোস্টে এ বার্তা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস রোববার (২৯ অক্টোবর) সরকারি পরিষেবাগুলো সীমিত করবে। যুক্তরাষ্ট্রের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা ভিসা অ্যাপয়েন্টমেন্টসহ দূতাবাস অফিসে নির্ধারিত যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হবে।

এদিকে, ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানায়।

পোস্টে বলা হয়েছে, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

এছাড়া, পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার, যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সব সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করবো।

শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।

পুলিশ ও বিএনপির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ সাংবাদিক আহত হন। পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশও। এরই প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। হরতাল ডাকে জামায়াতে ইসলামীও।