রেশন কার্ড দেবার কথা বলে ইউপি সদস্যরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / ৪৪৮ Time View

মোঃ ইমরুল হাসান, চৌহালী প্রতিনিধিঃ

চৌহালী উপজেলার একটি বিশাল জনসংখ্যা এখনও রয়েছে দারিদ্র্যসীমার নীচে। এইসব মানুষের কাছে তিনবেলা ভাত জোগাড় কারও রীতিমত কঠিন।এইসব মানুষদের জন্য রেশন কার্ডের সাহায্যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ দরিদ্র, মধ্যবিত্ত পরিবারের লোকদের সস্তা দামে রেশন সরবরাহ করে,যাতে কোনও ব্যক্তি অনাহারে শিকার না হয়। কিন্তু ৪নং উমারপুর ইউনিয়ন চিত্র ভিন্ন, রেশন কার্ড দেবার কথা বলে টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যেদের বিরুদ্ধে। ইউমারপুর ইউনিয়নের সংরক্ষিত আসন(১২৩) ফুলিনা খাতুন, ৩ নং ওয়ার্ড হুমায়ন ৭ ওয়ার্ডে আফরান ৬ নং ওয়ার্ড সদস্যদের বিরুদ্ধে। ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সোলমান পিতাঃ আজিজুল, রহম কালা পিং শীতল ইসলাম, সোমবার বিকালে চৌহালী এসে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এসময় তিনি বলেন, ২০ বছর যাবৎ দিন আনি, দিন খায়। বাড়ীতে ভাঙ্গা একটি ঘরে বসবাস করছি। আমি আইডি কার্ড নিয়ে আমাদের মহিলা মেম্বার কাছে গেলি তিনি তার স্বামী দেখিয়ে দেয়। আমরা(মহিলা) মেম্বার স্বামীর কাছে গেলেই এক হাজার টাকা দাবী করলে আমরা টাকা দিয়ে দেই।সাইউদ্দিন বলেন, স্যার হুনছি প্রধানমন্ত্রী গরীবরে রেশন কার্ড ফ্রীতে দেন।। আর আমরা টাকা দিয়েও পাই না। আমাদের কাছ থেকে টাকা নেওয়ার পর কার্ড দিতে না পারায়, মেম্বারদের কাছে আমরা টাকা চাইতে গেলে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগীরা জানান, হুমায়ুন মেম্বার প্রায় ১৪০জন,মন্জু সরকার নিয়েছে ৯০ জন ও সখিনা ১৩০ জন,জাকির ১০০ জন করে ১ হাজার করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে উমারপুর ইউপি চেয়ারম্যান , আব্দুল মতিন মন্ডল বলেন, ভুক্তভোগীরা ও জনগন আমার কাছে এসেছিলো,ঘটনার সত্যতা পাওয়া গেছে।আমিও জানি আমার পরিষদের প্রায় সকল মেম্বাররাই প্রায় ১০০ জন করে মানুষকে রেশন কার্ড দেওয়ার কথা বলে ১হাজার করে টাকা নিয়েছে। আমি আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার সাথে কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

রেশন কার্ড দেবার কথা বলে ইউপি সদস্যরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Update Time : ০৬:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

মোঃ ইমরুল হাসান, চৌহালী প্রতিনিধিঃ

চৌহালী উপজেলার একটি বিশাল জনসংখ্যা এখনও রয়েছে দারিদ্র্যসীমার নীচে। এইসব মানুষের কাছে তিনবেলা ভাত জোগাড় কারও রীতিমত কঠিন।এইসব মানুষদের জন্য রেশন কার্ডের সাহায্যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ দরিদ্র, মধ্যবিত্ত পরিবারের লোকদের সস্তা দামে রেশন সরবরাহ করে,যাতে কোনও ব্যক্তি অনাহারে শিকার না হয়। কিন্তু ৪নং উমারপুর ইউনিয়ন চিত্র ভিন্ন, রেশন কার্ড দেবার কথা বলে টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যেদের বিরুদ্ধে। ইউমারপুর ইউনিয়নের সংরক্ষিত আসন(১২৩) ফুলিনা খাতুন, ৩ নং ওয়ার্ড হুমায়ন ৭ ওয়ার্ডে আফরান ৬ নং ওয়ার্ড সদস্যদের বিরুদ্ধে। ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সোলমান পিতাঃ আজিজুল, রহম কালা পিং শীতল ইসলাম, সোমবার বিকালে চৌহালী এসে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এসময় তিনি বলেন, ২০ বছর যাবৎ দিন আনি, দিন খায়। বাড়ীতে ভাঙ্গা একটি ঘরে বসবাস করছি। আমি আইডি কার্ড নিয়ে আমাদের মহিলা মেম্বার কাছে গেলি তিনি তার স্বামী দেখিয়ে দেয়। আমরা(মহিলা) মেম্বার স্বামীর কাছে গেলেই এক হাজার টাকা দাবী করলে আমরা টাকা দিয়ে দেই।সাইউদ্দিন বলেন, স্যার হুনছি প্রধানমন্ত্রী গরীবরে রেশন কার্ড ফ্রীতে দেন।। আর আমরা টাকা দিয়েও পাই না। আমাদের কাছ থেকে টাকা নেওয়ার পর কার্ড দিতে না পারায়, মেম্বারদের কাছে আমরা টাকা চাইতে গেলে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগীরা জানান, হুমায়ুন মেম্বার প্রায় ১৪০জন,মন্জু সরকার নিয়েছে ৯০ জন ও সখিনা ১৩০ জন,জাকির ১০০ জন করে ১ হাজার করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে উমারপুর ইউপি চেয়ারম্যান , আব্দুল মতিন মন্ডল বলেন, ভুক্তভোগীরা ও জনগন আমার কাছে এসেছিলো,ঘটনার সত্যতা পাওয়া গেছে।আমিও জানি আমার পরিষদের প্রায় সকল মেম্বাররাই প্রায় ১০০ জন করে মানুষকে রেশন কার্ড দেওয়ার কথা বলে ১হাজার করে টাকা নিয়েছে। আমি আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার সাথে কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।