রাজপথের ব্যারিকেডে সরকার ক্ষমতায় থাকতে পারবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজপথের ব্যারিকেডে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবি’ উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, ‘ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই মুক্তি যদি বাধাগ্রস্ত হয় আর ফুটপাত নয়, এবার রাজপথের সমস্ত কনক্রিট উড়িয়ে আমরা এবার রাজপথে এমন ব্যারিকেড তৈরি করব, আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না।’

তিনি বলেন, ‘ইসহাক সরকার কি অপরাধ করেছে, যে ওর নামে ৩০০টি মামলা। সে তো ফরিদপুরে ছাত্রলীগ নেতার মত টাকা পাচার করেনি। সে তো খালেদ, শামীম, সম্রাটের মত ক্যাসিনো ব্যবসা করেনি। তারপরেও কেন আজ সে দুই বছরের অধিককাল কারাগারে?’

রিজভী বলেন, ‘এই সরকারের আর কোনো ভিত্তি নেই। দেশের জনগণ থেকে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী আপনার তো এত ক্ষমতা যাকে তাকে ক্রসফায়ার দিতে পারেন, গুম করতে পারেন। কিন্তু সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান। সুষ্ঠু নির্বাচন দেবেন ওই সাহস আপনার নাই। কারণ জনগণ আপনার শত্রু। তাই জনগণকে ভয় করে রাতের অন্ধকারে চোরের মত নির্বাচন করে আজকে ইসহাক সরকারদেরকে বন্দি করে রেখেছেন।’

আয়োজক সংগঠনের সভাপতি আবদুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী- খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজপথের ব্যারিকেডে সরকার ক্ষমতায় থাকতে পারবে না: রিজভী

Update Time : ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

নিজস্ব প্রতিবেদক:

রাজপথের ব্যারিকেডে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবি’ উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, ‘ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই মুক্তি যদি বাধাগ্রস্ত হয় আর ফুটপাত নয়, এবার রাজপথের সমস্ত কনক্রিট উড়িয়ে আমরা এবার রাজপথে এমন ব্যারিকেড তৈরি করব, আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না।’

তিনি বলেন, ‘ইসহাক সরকার কি অপরাধ করেছে, যে ওর নামে ৩০০টি মামলা। সে তো ফরিদপুরে ছাত্রলীগ নেতার মত টাকা পাচার করেনি। সে তো খালেদ, শামীম, সম্রাটের মত ক্যাসিনো ব্যবসা করেনি। তারপরেও কেন আজ সে দুই বছরের অধিককাল কারাগারে?’

রিজভী বলেন, ‘এই সরকারের আর কোনো ভিত্তি নেই। দেশের জনগণ থেকে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী আপনার তো এত ক্ষমতা যাকে তাকে ক্রসফায়ার দিতে পারেন, গুম করতে পারেন। কিন্তু সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান। সুষ্ঠু নির্বাচন দেবেন ওই সাহস আপনার নাই। কারণ জনগণ আপনার শত্রু। তাই জনগণকে ভয় করে রাতের অন্ধকারে চোরের মত নির্বাচন করে আজকে ইসহাক সরকারদেরকে বন্দি করে রেখেছেন।’

আয়োজক সংগঠনের সভাপতি আবদুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী- খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।