রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে মগবাজার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নীরোদ বরণ রায় (৬০) মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শুঁটকি পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নীরোদ বরণ রায়ের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেবাপুরে। বাবার নাম হরনাথ রায়। বর্তমানে রাজধানীর কল্যাণপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি।

জানা গেছে, কারওয়ান বাজার শুঁটকি পট্টি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে মগবাজারের দিকে যাচ্ছিলেন নীরোদ বরণ রায়। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিহত

Update Time : ০৪:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে মগবাজার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নীরোদ বরণ রায় (৬০) মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শুঁটকি পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নীরোদ বরণ রায়ের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেবাপুরে। বাবার নাম হরনাথ রায়। বর্তমানে রাজধানীর কল্যাণপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি।

জানা গেছে, কারওয়ান বাজার শুঁটকি পট্টি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে মগবাজারের দিকে যাচ্ছিলেন নীরোদ বরণ রায়। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।