রাজধানীতে অর্ধলাখ মূল্যের জাল টাকাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • / ১১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজধানীর মাদবর বাজার এলাকা থেকে অর্ধলাখ মূল্যমানের জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. খোকন হাওলাদার। তার বাড়ি ঝালকাঠির রাজাপুর।

শুক্রবার (২১ জানুয়ারি) কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, কামরাঙ্গীরচর থানা এলাকায় ডিউটিতে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল হক খবর পান, মাদবর বাজারের বিবিকিউ রেস্টুরেন্টের সামনে এক ব্যক্তি জালটাকাসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে তিনি ফোর্সসহ ওই এলাকায় যান। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে ৬১ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট।

ওসি আরও বলেন, থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতার খোকন কক্সবাজারের উখিয়া, ডিএমপির পল্টন মডেল ও কামরাঙ্গীরচর থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেফতার খোকনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজধানীতে অর্ধলাখ মূল্যের জাল টাকাসহ গ্রেফতার ১

Update Time : ০৯:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজধানীর মাদবর বাজার এলাকা থেকে অর্ধলাখ মূল্যমানের জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. খোকন হাওলাদার। তার বাড়ি ঝালকাঠির রাজাপুর।

শুক্রবার (২১ জানুয়ারি) কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, কামরাঙ্গীরচর থানা এলাকায় ডিউটিতে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল হক খবর পান, মাদবর বাজারের বিবিকিউ রেস্টুরেন্টের সামনে এক ব্যক্তি জালটাকাসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে তিনি ফোর্সসহ ওই এলাকায় যান। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে ৬১ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট।

ওসি আরও বলেন, থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতার খোকন কক্সবাজারের উখিয়া, ডিএমপির পল্টন মডেল ও কামরাঙ্গীরচর থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেফতার খোকনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।